পুলিশ ও সাংবাদিকরাই পারে সুন্দর দেশ গড়তে : বাহাউদ্দিন ফারুকী
মোঃ ইয়াছিন শেখ,(ঈশ্বরদী) পাবনা থেকে : ঈশ্বরদী থানা পুলিশ অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বলেছেন সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিক ও পুলিশরাই দেশ, জাতি ও সমাজের পরিবর্তন ঘটাতে পারে।
এলাকার মাদক সমস্যা দূরীকরনে সাংবাদিকদের লেখনী শক্তির গুরুত্ব অপরিসীম। তবে এর জন্য এলাকায় সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
মাদকাসক্ত ছেলেদের অভিভাবকগনকে সচেতন হতে হবে। পুলিশ ব্যাবস্থার সাথে সাংবাদিকদেরও এগিয়ে আসতে হবে তাহলেই সমাজে মাদক সমস্যা সহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।
গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশ গঠনে কান্ডারির ভূমিকা পালন করে যাচ্ছে মিডিয়া। আমি মনে করি সাংবাদিক-পুলিশ সহকর্মী। পুলিশের কাজ যেমন সত্য ও প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা, সাংবাদিকদের কাজও ঠিক তেমন।
পুলিশের অনেক কাজে সাংবাদিকরা সহযোগিতা করেছে। বিভিন্ন পুলিশের সহযাগীতায় সাংবাদিকদের অবদান রয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিকরা দেশ ও জাতির সমস্যা উত্তরণে কাজ করে। আমরা সকলের প্রচেষ্টায় সুন্দর দেশ গড়তে পারবো। পুলিশের কাজে সাহায্য-সহযোগিতা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আগামী দিন গুলোতেও সহযোগিতার আহ্বান জানান পুলিশ অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী।
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন, মোঃ তুহিন হোসেন ( ফটো সাংবাদিক- পিবিএ, দৈনিক উন্নয়নের কথা, মেগা নিউজ টুয়েন্টি ফোর ) অর্থ সম্পাদক- জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন, পাবনা জেলা শাখা , ইয়সিন শেখ ( ষ্টাফ রিপোটার দৈনিক উন্নয়নের কথা, মেগা নিউজ টুয়েন্টি ফোর ) প্রচার সম্পাদক- জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন, পাবনা জেলা শাখা, ছাব্বির আহম্মেদ (ষ্টাফ রিপোর্টার) , মেগা নিউজ টুয়েন্টি ফোর।