প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নকাঠামো দেখুন
অনলাইন নিউজ: এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও সৃজনশীল অর্থাৎ শতভাগ কম্পিটেন্সি বেসড বা যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্র করা হবে। গত বছরের প্রশ্ন কাঠামোতেই ২০১৯ খ্রিষ্টাব্দের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্ন করা হচ্ছে। এ বছর প্রশ্ন কাঠামোতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এমনটাই জানিয়েছেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক মো. শাহ আলম।
দৈনিক শিক্ষার এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে নেপের মহাপরিচালক শাহ আলম জানান, গত বছরের মতো এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও শতকরা ১০০ ভাগ কম্পিটেন্সি বেসড বা যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্র করা হবে। ২০১৮ খ্রিষ্টাব্দের প্রশ্ন কাঠামোতেই ২০১৯ খ্রিষ্টাব্দের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি দৈনিক শিক্ষাকে আরও জানান, বিষয়টি জানিয়ে ইতোমধ্যেই সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে নেপ। চিঠির সাথে গতবছরের প্রণয়ন করা সকল বিষয়ের প্রশ্ন কাঠামো জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক সমাপনীতে ২০১২ খ্রিষ্টাব্দে প্রথমবারের মতো ১০ শতাংশ সৃজনশীল প্রশ্ন সংযোজন করা হয়েছিল। ২০১৩ খ্রিষ্টাব্দে ২৫ শতাংশ, ২০১৪ খ্রিষ্টাব্দে ৩৫ শতাংশ এবং ২০১৫ খ্রিষ্টাব্দে ৫০ শতাংশ সৃজনশীল প্রশ্নে প্রাথমিক সমাপনী পরীক্ষা হয়। ২০১৭ খ্রিষ্টাব্দে ৮০ শতাংশ এবং ২০১৬ খ্রিষ্টাব্দে প্রতি বিষয়ে ৬৫ শতাংশ প্রশ্ন যোগ্যতাভিত্তিক ছিল। গতবছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ শতভাগ কম্পিটেন্সি বেসড বা যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্র করা হয়।
গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্ন কাঠামো তৈরি শিক্ষার পাঠকদের জন্য তুলে ধরা হলো।