পড়েছেন লুঙ্গি রেখেছেন ফেন্সিডিল, তবুও শেষ রক্ষা হলনা
নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম:পড়েছেন লুঙ্গি রেখেছেন ফেন্সিডিল, তবুও শেষ রক্ষা হলনা তার। কত অদ্ভুত মানুষ! কত বিচিত্র তার কৌশল! মাদক পাচারের অনেক কৌশল দেখেছি। কিন্তু এই কৌশল একেবারেই নতুন।
লুঙ্গির পেছনে ফেন্সিডিল পাচার! এমন কায়দায় লুঙ্গি পড়েছে যাতে ফেন্সিডিলের সাথে আটকে থাকে। ফেন্সিডিলগুলোও এমনভাবে রাখা হয়েছে যাতে বাইরে থেকে বুঝা না যায় আবার হাঁটা-চলাতেও সমস্যা না হয়।
তবে এমন অদ্ভূত বুদ্ধি খাটিয়েও শেষ রক্ষা হয়নি এক মাদক মামলার আসামি ইয়াছিনের। ১৫ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করেছে টিম কোতোয়ালি। ধন্যবাদ এস আই মৃণাল ও তার টিম কে।