‘বঙ্গবন্ধু নিজ গ্রামে যাওয়া আসার পাঁচুরিয়া খালটি পুনরুদ্ধার করা হবে’
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি।
এসময় প্রতিমন্ত্রী বলেন গোপালগঞ্জ হয়ে পাঁচুরিয়া খাল দিয়ে বঙ্গবন্ধু নিজ গ্রাম টুঙ্গিপাড়ায় আসতেন। কিন্তু খালটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন সংকুচিত হয়ে আসছে। খুব শীঘ্রই খালটিকে পুনরুদ্ধারে পানিসম্পদ মন্ত্রণালয় উদ্যোগ নেবে।’
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী জাতির জনকের সমাধি সৌধের পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম উপজেলা হেলিপ্যাড, লঞ্চঘাট এবং উপজেলার পাঁচুরিয়া খাল পরিদর্শন করেন।