বজ্রপাতে মৃত্যুর হার কমাতে তালগাছ রোপণ জরুরী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বজ্রপাতে মৃত্যুর হার কমাতে তালগাছ রোপণ জরুরী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৮, ২০১৯ ২:২০ অপরাহ্ণ
A- A A+ Print

বজ্রপাতে মৃত্যুর হার কমাতে তালগাছ রোপণ জরুরী

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র অঞ্চলে ব্যাপকহারে বেড়ে গেছে বজ্রপাতে নিহত ও আহত হবার ঘটণা।

গত কয়েক বছরে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় মাঠের কৃষকরা এক প্রকার আকঙ্কগ্রস্ত হয়েই মাঠে কাজ করছে। একটু মেঘ উঠলেই এখন তারা ভয়ে নিরাপদ দুরত্বে চলে যায়। মে মাসে বজ্রপাতে মাহিমা খাতুন, মোশাররফ, ও রেজাউল ইসলাম নামে ৩ জন মারা গেছে।

মাঠে কাজ করা এবং বাগানে আম কুড়াতে গিয়ে এরা বজ্রপাতের কবলে পড়ে মৃত্যুবরণ করে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও নাচোলে এসব হতাহতের ঘটনা ঘটে।

বজ্রপাত থেকে রক্ষা পেতে প্রাকৃতিক ভাবে লম্বা গাছ যেমন, তাল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, বট গাছ কমে যাবার কারণেও বজ্রপাত এখন যেখানে সেখানে আঘাত হানছে।

রবি ঠাঁকুরের অন্যতম কাব্য এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছ এখন অনেকটাই অদৃশ্য। পাশাপাশি রয়েছে মোবাইল টাওয়ার। যা এখন প্রকৃতির অভিশাপ। শহর এবং বরেন্দ্র এলাকাতে পাকা দ্বিতল ভবনের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একাধিক মোবাইল টাওয়ার।

টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশনের মাত্রা এখন রূপান্তরিত হয়েছে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে। মরে যাচ্ছে বড় বড় উঁচু ডাব গাছ ও সুপারি গাছ। মরে যাচ্ছে বাবু ও চড়ুই পাখিসহ সব ধরনের ছোট পাখি। এদেরও প্রজননেও হচ্ছে বাঁধাগ্রস্ত।

এই ধরনের পরিবেশ ঝুঁকিতে পড়েছে পুরো এলাকা। আবার আকাশে মেঘ ডাকলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে মানুষ। আগে বড় বড় বটগাছ, তালগাছ ও সুপারি গাছ মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে থাকত বলে বজ্রপাত হতো এসব গাছের ওপর।

এখন বরেন্দ্র অঞ্চলসহ অন্যান্য এলাকাতে তাল গাছ শূণ্য হয়ে পড়ায় বজ্রপাতের লক্ষবস্তু হয়ে দাঁড়িয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মোবাইল টাওয়ার ও ফাঁকা স্থান। আদালতের নির্দেশ মোতাবেক মোবাইল টাওয়ার স্থাপন ও ব্যবহারের নীতিমালা তৈরি করেছে বিটিআরসি।

এই নীতিমালা ঠিকমত বাস্তবায়ন হলে বজ্রপাতে মৃত্যুর হার হয়তবা কমে আসবে। পাশাপাশি রক্ষা হবে পরিবেশগত ভারসাম্য। বজ্রপাতের সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলসহ পুরো উত্তরাঞ্চলে বজ্র্রপাতে মৃত্যুর হার বেড়েই চলেছে প্রতি বছর।

চলতি বছরে বজ্রপাতের তীব্রতা অনেক বেশি। এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছ আর আগের মতে চোখে পড়ে না। এক সময়ে সারি সারি বহু উঁচু উঁচু তাল গাছ চোখে পড়ত। পরিবেশবিদদের ভাষ্যে একদিকে বরেন্দ্রসহ পুরো জেলায় উঁচু তালগাছ না খাকায় বজ্রপাতে অধিক মানুষ মারা যাচ্ছে।

পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচাতে তাই নতুন করে বেশি বেশি তালগাছ লাগাতে হবে। সরকারো এ বিষয়ে বিভিন্ন ইউনিয়ন, বরেন্দ্র অঞ্চল এবং সড়কের পাশে তাল গাছ রোপণের জোর গুরুত্ব দিচ্ছেন। দেশব্যাপি বিভিন্ন মাঠে ও সড়কের পাশে, জমির আইলের ধারে রোপণও করা হচ্ছে তালগাছ।

কিন্তু পর্যাপ্ত তালগাছের চারা উৎপাদন না হবার কারণে পিছিয়ে পড়ছে এ কার্যক্রম। আমনুরা, রহনপুর, শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশে কিছু কিছু স্থানে রোপণ করা হয়েছে তাল গাছের চারা। কিন্তু অযত্ন আর অবহেলাতেই সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে।

গুরুত্বের সাথে রোপণ করা তাল গাছের চারাগুলো মনিটরিং করলে এর রোধ করা সম্ভব হবে। প্রাকৃতিক নিয়মে বজ্রপাত ঠেকাতে তাই লম্বা তাল গাছ রোপণের কোন বিকল্প নেই।

দৈনিক বরিশাল ২৪

বজ্রপাতে মৃত্যুর হার কমাতে তালগাছ রোপণ জরুরী

বুধবার, আগস্ট ২৮, ২০১৯ ২:২০ অপরাহ্ণ

ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জসহ বরেন্দ্র অঞ্চলে ব্যাপকহারে বেড়ে গেছে বজ্রপাতে নিহত ও আহত হবার ঘটণা।

গত কয়েক বছরে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় মাঠের কৃষকরা এক প্রকার আকঙ্কগ্রস্ত হয়েই মাঠে কাজ করছে। একটু মেঘ উঠলেই এখন তারা ভয়ে নিরাপদ দুরত্বে চলে যায়। মে মাসে বজ্রপাতে মাহিমা খাতুন, মোশাররফ, ও রেজাউল ইসলাম নামে ৩ জন মারা গেছে।

মাঠে কাজ করা এবং বাগানে আম কুড়াতে গিয়ে এরা বজ্রপাতের কবলে পড়ে মৃত্যুবরণ করে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও নাচোলে এসব হতাহতের ঘটনা ঘটে।

বজ্রপাত থেকে রক্ষা পেতে প্রাকৃতিক ভাবে লম্বা গাছ যেমন, তাল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, বট গাছ কমে যাবার কারণেও বজ্রপাত এখন যেখানে সেখানে আঘাত হানছে।

রবি ঠাঁকুরের অন্যতম কাব্য এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছ এখন অনেকটাই অদৃশ্য। পাশাপাশি রয়েছে মোবাইল টাওয়ার। যা এখন প্রকৃতির অভিশাপ। শহর এবং বরেন্দ্র এলাকাতে পাকা দ্বিতল ভবনের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একাধিক মোবাইল টাওয়ার।

টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশনের মাত্রা এখন রূপান্তরিত হয়েছে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে। মরে যাচ্ছে বড় বড় উঁচু ডাব গাছ ও সুপারি গাছ। মরে যাচ্ছে বাবু ও চড়ুই পাখিসহ সব ধরনের ছোট পাখি। এদেরও প্রজননেও হচ্ছে বাঁধাগ্রস্ত।

এই ধরনের পরিবেশ ঝুঁকিতে পড়েছে পুরো এলাকা। আবার আকাশে মেঘ ডাকলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে মানুষ। আগে বড় বড় বটগাছ, তালগাছ ও সুপারি গাছ মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে থাকত বলে বজ্রপাত হতো এসব গাছের ওপর।

এখন বরেন্দ্র অঞ্চলসহ অন্যান্য এলাকাতে তাল গাছ শূণ্য হয়ে পড়ায় বজ্রপাতের লক্ষবস্তু হয়ে দাঁড়িয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মোবাইল টাওয়ার ও ফাঁকা স্থান। আদালতের নির্দেশ মোতাবেক মোবাইল টাওয়ার স্থাপন ও ব্যবহারের নীতিমালা তৈরি করেছে বিটিআরসি।

এই নীতিমালা ঠিকমত বাস্তবায়ন হলে বজ্রপাতে মৃত্যুর হার হয়তবা কমে আসবে। পাশাপাশি রক্ষা হবে পরিবেশগত ভারসাম্য। বজ্রপাতের সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলসহ পুরো উত্তরাঞ্চলে বজ্র্রপাতে মৃত্যুর হার বেড়েই চলেছে প্রতি বছর।

চলতি বছরে বজ্রপাতের তীব্রতা অনেক বেশি। এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছ আর আগের মতে চোখে পড়ে না। এক সময়ে সারি সারি বহু উঁচু উঁচু তাল গাছ চোখে পড়ত। পরিবেশবিদদের ভাষ্যে একদিকে বরেন্দ্রসহ পুরো জেলায় উঁচু তালগাছ না খাকায় বজ্রপাতে অধিক মানুষ মারা যাচ্ছে।

পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচাতে তাই নতুন করে বেশি বেশি তালগাছ লাগাতে হবে। সরকারো এ বিষয়ে বিভিন্ন ইউনিয়ন, বরেন্দ্র অঞ্চল এবং সড়কের পাশে তাল গাছ রোপণের জোর গুরুত্ব দিচ্ছেন। দেশব্যাপি বিভিন্ন মাঠে ও সড়কের পাশে, জমির আইলের ধারে রোপণও করা হচ্ছে তালগাছ।

কিন্তু পর্যাপ্ত তালগাছের চারা উৎপাদন না হবার কারণে পিছিয়ে পড়ছে এ কার্যক্রম। আমনুরা, রহনপুর, শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশে কিছু কিছু স্থানে রোপণ করা হয়েছে তাল গাছের চারা। কিন্তু অযত্ন আর অবহেলাতেই সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে।

গুরুত্বের সাথে রোপণ করা তাল গাছের চারাগুলো মনিটরিং করলে এর রোধ করা সম্ভব হবে। প্রাকৃতিক নিয়মে বজ্রপাত ঠেকাতে তাই লম্বা তাল গাছ রোপণের কোন বিকল্প নেই।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ