বদলে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেই চেনা চিত্র
অনলাইন নিউজ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট গত বছর কোরবানির ঈদে ভুগিয়েছিল যাত্রী ও চালকদের।
দীর্ঘক্ষণ যানজটে আটকা পড়ে ঈদের আনন্দ ফিকে হয়ে আসলেও এ বছর সেই চিত্র আর নেই। বদলে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেই চেনা চিত্র।
দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও মেঘনা- গোমতী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার পর থেকে বদলে গেছে যানজট পরিস্থিতি।
তিন মাস আগেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে কাঁচপুর সেতুর পশ্চিম পাড় থেকে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত যেতে সময় লাগত ৩-৪ ঘণ্টা ও ঢাকা থেকে কুমিল্লা যেতে সময় লাগত ৫-৬ ঘণ্টা।
কিন্তু তিনটি সেতু খুলে দেয়ার কারণে ঢাকা থেকে এখন কুমিল্লা যেতে সময় লাগছে মাত্র ২ ঘণ্টা। নেই চিরচেনা যানজট। ট্রাফিক পুলিশের ব্যস্ততাও চোখে পড়ে না মহাসড়কে।
জানা যায়, সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে কাঁচপুর পয়েন্ট, মেঘনা সেতুর সামনে ও পেছনে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কার্যালয় থেকে কাঁচপুর পয়েন্টের যানজট বা যানবাহন বিকল হলে নির্দেশনা দেয়া হচ্ছে দ্রুত সরানোর।
এছাড়া মেঘনা সেতুর পূর্বপাশে হাইওয়ে পুলিশের জন্য তৈরি করা হয়েছে হাইওয়ে পুলিশ কমান্ড এন্ড মনিটরিং সেন্টার। ওই সেন্টার থেকেই নজরদারি করা হয় কাঁচপুর, মেঘনা ও মেঘনা গোমতী সেতুসহ মহাসড়কে।