বন্ধুকে ক্রিকেট থেকে কয়েকদিন দূরে থাকার পরামর্শ সাকিবের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বন্ধুকে ক্রিকেট থেকে কয়েকদিন দূরে থাকার পরামর্শ সাকিবের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০২, ২০১৯ ১:০৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

বন্ধুকে ক্রিকেট থেকে কয়েকদিন দূরে থাকার পরামর্শ সাকিবের

বিনোদন নিউজ: নিজেকে হারিয়ে খুঁজছেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের ব্যাটে রান নেই। প্রতিটি ম্যাচেই দৃষ্টিকটুভাবে আউট হচ্ছেন। অধিনায়ক হওয়ায় শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ব্যর্থতার দায়ও নিতে হচ্ছে তাকে। তামিমের দুঃসময়ে তার পাশে এসে দাঁড়ালেন সাকিব আল হাসান। বন্ধুকে আপাতত কয়েকদিন ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ সাকিবের। পাশাপাশি দলের আগামী তিন চার বছরের জন্য পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সাকিব বলেন, ‘এ সিরিজের কথা বললে অবশ্যই হতাশার।

সিরিজ হারলেও, যদি একটা ম্যাচ জিততে পারতাম তাহলে হয়তো আত্মবিশ্বাসটা ঠিক থাকতো। হয়তো এখন সময় এসেছে ভালোভাবে চিন্তা করে পুরো প্ল্যান করে আগামী ৩-৪ বছরের জন্য এগোনোর।’ গতকাল বনানীর বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনে যোগ দেন সাকিব আল হাসান। সেখানেই বাংলাদেশ দলের বর্তমান অবস্থা ও তামিম ইকবালের ফর্ম প্রসঙ্গে কথা বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব বলেন, ‘দেখুন, একজন ক্রিকেটারের এমন সময় আসতেই পারে।

এখন আমার মনে হয় যে ওর জন্য যেটা দরকার, খুব ভালো একটা বিশ্রাম নেয়া, নিজেকে পুনরুদ্ধার করা, চনমনে হওয়া এবং আগের চেয়ে ভালোভাবে ফিরে আসা। আমি নিশ্চিত ও (তামিম) এটা করবে।’ শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। তবে পরবর্তী সিরিজেই ফিরছেন তিনি। নিজের ক্রিকেটে ফেরার ব্যাপারে সাকিব বলেন, ‘আগামীকাল (আজ) হজে যাচ্ছি ইন্‌শাআল্লাহ। তো তারপর হজ শেষে আমাদের যে খেলা আছে, আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা সিরিজ।

দেখা যাক, আশা করছি যদি ফিট থাকি তাহলে খেলবো।’ অনেকেই মনে করেন, সাকিব থাকলে শ্রীলঙ্কা সফরে অতটা বাজে হতো না বাংলাদেশের ব্যাটিং। তবে সাকিব নিজে সেটি মনে করেন না। তিনি বলেন, ‘দেখুন, বলা যায় না। ক্রিকেট এক বলের খেলা।

হয়তো তিনটা ভালো বলে তিনদিন আমি আউট হয়ে যেতে পারতাম। আমি একটা জিনিস মনে করি, যখন কোনো খেলোয়াড় শারীরিক বা মানসিকভাবে ফিট না থাকে তখন তার খেলা ঠিক না। কারণ এতে কাজটা কঠিন হয়ে যায়। আমি মনে করি পারফরম্যান্সের ক্ষেত্রেও এ জিনিসটা অনেক প্রভাব ফেলে।’

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেল, আমরা খেলতে পারলাম না। তখন সবাই বলছিল যে আমাদের নিশ্চিত দুই পয়েন্ট হাতছাড়া হয়ে গেল। কিন্তু এ সিরিজটা প্রমাণ করে দিলো যে সে দুই পয়েন্ট নিশ্চিত ছিল না। হয়তো জিততে পারতাম, আবার হারতেও পারতাম।’

দৈনিক বরিশাল ২৪

বন্ধুকে ক্রিকেট থেকে কয়েকদিন দূরে থাকার পরামর্শ সাকিবের

শুক্রবার, আগস্ট ২, ২০১৯ ১:০৯ পূর্বাহ্ণ

বিনোদন নিউজ: নিজেকে হারিয়ে খুঁজছেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের ব্যাটে রান নেই। প্রতিটি ম্যাচেই দৃষ্টিকটুভাবে আউট হচ্ছেন। অধিনায়ক হওয়ায় শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ব্যর্থতার দায়ও নিতে হচ্ছে তাকে। তামিমের দুঃসময়ে তার পাশে এসে দাঁড়ালেন সাকিব আল হাসান। বন্ধুকে আপাতত কয়েকদিন ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ সাকিবের। পাশাপাশি দলের আগামী তিন চার বছরের জন্য পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সাকিব বলেন, ‘এ সিরিজের কথা বললে অবশ্যই হতাশার।

সিরিজ হারলেও, যদি একটা ম্যাচ জিততে পারতাম তাহলে হয়তো আত্মবিশ্বাসটা ঠিক থাকতো। হয়তো এখন সময় এসেছে ভালোভাবে চিন্তা করে পুরো প্ল্যান করে আগামী ৩-৪ বছরের জন্য এগোনোর।’ গতকাল বনানীর বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনে যোগ দেন সাকিব আল হাসান। সেখানেই বাংলাদেশ দলের বর্তমান অবস্থা ও তামিম ইকবালের ফর্ম প্রসঙ্গে কথা বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব বলেন, ‘দেখুন, একজন ক্রিকেটারের এমন সময় আসতেই পারে।

এখন আমার মনে হয় যে ওর জন্য যেটা দরকার, খুব ভালো একটা বিশ্রাম নেয়া, নিজেকে পুনরুদ্ধার করা, চনমনে হওয়া এবং আগের চেয়ে ভালোভাবে ফিরে আসা। আমি নিশ্চিত ও (তামিম) এটা করবে।’ শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। তবে পরবর্তী সিরিজেই ফিরছেন তিনি। নিজের ক্রিকেটে ফেরার ব্যাপারে সাকিব বলেন, ‘আগামীকাল (আজ) হজে যাচ্ছি ইন্‌শাআল্লাহ। তো তারপর হজ শেষে আমাদের যে খেলা আছে, আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা সিরিজ।

দেখা যাক, আশা করছি যদি ফিট থাকি তাহলে খেলবো।’ অনেকেই মনে করেন, সাকিব থাকলে শ্রীলঙ্কা সফরে অতটা বাজে হতো না বাংলাদেশের ব্যাটিং। তবে সাকিব নিজে সেটি মনে করেন না। তিনি বলেন, ‘দেখুন, বলা যায় না। ক্রিকেট এক বলের খেলা।

হয়তো তিনটা ভালো বলে তিনদিন আমি আউট হয়ে যেতে পারতাম। আমি একটা জিনিস মনে করি, যখন কোনো খেলোয়াড় শারীরিক বা মানসিকভাবে ফিট না থাকে তখন তার খেলা ঠিক না। কারণ এতে কাজটা কঠিন হয়ে যায়। আমি মনে করি পারফরম্যান্সের ক্ষেত্রেও এ জিনিসটা অনেক প্রভাব ফেলে।’

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেল, আমরা খেলতে পারলাম না। তখন সবাই বলছিল যে আমাদের নিশ্চিত দুই পয়েন্ট হাতছাড়া হয়ে গেল। কিন্তু এ সিরিজটা প্রমাণ করে দিলো যে সে দুই পয়েন্ট নিশ্চিত ছিল না। হয়তো জিততে পারতাম, আবার হারতেও পারতাম।’

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ