বন্ধুকে ক্রিকেট থেকে কয়েকদিন দূরে থাকার পরামর্শ সাকিবের
বিনোদন নিউজ: নিজেকে হারিয়ে খুঁজছেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের ব্যাটে রান নেই। প্রতিটি ম্যাচেই দৃষ্টিকটুভাবে আউট হচ্ছেন। অধিনায়ক হওয়ায় শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ব্যর্থতার দায়ও নিতে হচ্ছে তাকে। তামিমের দুঃসময়ে তার পাশে এসে দাঁড়ালেন সাকিব আল হাসান। বন্ধুকে আপাতত কয়েকদিন ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ সাকিবের। পাশাপাশি দলের আগামী তিন চার বছরের জন্য পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সাকিব বলেন, ‘এ সিরিজের কথা বললে অবশ্যই হতাশার।
সিরিজ হারলেও, যদি একটা ম্যাচ জিততে পারতাম তাহলে হয়তো আত্মবিশ্বাসটা ঠিক থাকতো। হয়তো এখন সময় এসেছে ভালোভাবে চিন্তা করে পুরো প্ল্যান করে আগামী ৩-৪ বছরের জন্য এগোনোর।’ গতকাল বনানীর বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনে যোগ দেন সাকিব আল হাসান। সেখানেই বাংলাদেশ দলের বর্তমান অবস্থা ও তামিম ইকবালের ফর্ম প্রসঙ্গে কথা বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব বলেন, ‘দেখুন, একজন ক্রিকেটারের এমন সময় আসতেই পারে।
এখন আমার মনে হয় যে ওর জন্য যেটা দরকার, খুব ভালো একটা বিশ্রাম নেয়া, নিজেকে পুনরুদ্ধার করা, চনমনে হওয়া এবং আগের চেয়ে ভালোভাবে ফিরে আসা। আমি নিশ্চিত ও (তামিম) এটা করবে।’ শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। তবে পরবর্তী সিরিজেই ফিরছেন তিনি। নিজের ক্রিকেটে ফেরার ব্যাপারে সাকিব বলেন, ‘আগামীকাল (আজ) হজে যাচ্ছি ইন্শাআল্লাহ। তো তারপর হজ শেষে আমাদের যে খেলা আছে, আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা সিরিজ।
দেখা যাক, আশা করছি যদি ফিট থাকি তাহলে খেলবো।’ অনেকেই মনে করেন, সাকিব থাকলে শ্রীলঙ্কা সফরে অতটা বাজে হতো না বাংলাদেশের ব্যাটিং। তবে সাকিব নিজে সেটি মনে করেন না। তিনি বলেন, ‘দেখুন, বলা যায় না। ক্রিকেট এক বলের খেলা।
হয়তো তিনটা ভালো বলে তিনদিন আমি আউট হয়ে যেতে পারতাম। আমি একটা জিনিস মনে করি, যখন কোনো খেলোয়াড় শারীরিক বা মানসিকভাবে ফিট না থাকে তখন তার খেলা ঠিক না। কারণ এতে কাজটা কঠিন হয়ে যায়। আমি মনে করি পারফরম্যান্সের ক্ষেত্রেও এ জিনিসটা অনেক প্রভাব ফেলে।’
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেল, আমরা খেলতে পারলাম না। তখন সবাই বলছিল যে আমাদের নিশ্চিত দুই পয়েন্ট হাতছাড়া হয়ে গেল। কিন্তু এ সিরিজটা প্রমাণ করে দিলো যে সে দুই পয়েন্ট নিশ্চিত ছিল না। হয়তো জিততে পারতাম, আবার হারতেও পারতাম।’