বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল
এম আই আই জনি, চট্টগ্রাম থেকেঃ দেশের নোয়াখালী, ফেনী কুমিল্লা সহ বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের পাশে সরকারি বেসরকারি ভাবে এগিয়ে এসেছে নানা শ্রেণি পেশার মানুষ। মানবিক এই কাজে সামর্থনুযায়ী এবার অংশ নিয়েছে ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল।
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিউমুরিং এ অবস্থিত ধানসিঁড়ি আদর্শ কেজি ও সারাদিনের স্কুলের পক্ষ থেকে সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন নিশান, সহ-সভাপতি মোঃ ফোরকান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আবদুল লতিফ, এসএমসি কমিটির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান এর আর্থিক সহযোগীতায় ৫ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়।
আজ ২৩ আগস্ট শুক্রবার সন্ধায় নিউমুরিং (ইপিজেড থানা) উদ্ধার টিম এর সদস্যদের নিকট অর্থ সহায়তা তুলে দেন ধানসি আদর্শ কেজি স্কুলের সম্মানিত সহ-সভাপতি ও তরুণ সমাজসেবক মোঃ ফোরকান আহমেদ। ইপিজেড থানা উদ্ধার টিম এর ৫ সদস্যের একটি দল গতো দুইদিন যাবত উদ্ধার কাজ চালিয়ে আসছিলেন। এবার তাঁরা বেশ কয়েকটি টিম ভাগ হয়ে ত্রাণ সামগ্রী প্রস্তুত করছে বলে জানা গেছে।
জানতে চাইলে, ব্যক্তিমালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠান ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল এর সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন নিসান বলেন, বন্যাদুর্গতো মানুষের পাশে আমাদের সকলের থাকা উচিত। দেশের কিন্ডারগার্টেন স্কুল গুলো ব্যক্তি মালিকানাধীন। শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত বেতন দিয়েই স্কুল গুলো ভবন ভাড়া, শিক্ষকদের বেতন সহ যাবতীয় খরচ মিটিয়ে কোনো রকম টিকে আছে। জনাব নিসান বলেন, সব প্রতিকুলতার পরেও আমরা সামান্য চেষ্টা করেছি বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার।
এদিকে, সহ-সভাপতি ফোরকান আহমেদ বলেন, ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল প্রতিষ্ঠার পর থেকেই ছোট খাটো যে কোনো মানবিক কাজে অংশগ্রহণ করে আসছে। নিউমুরিং এলাকায় এটি একটি অন্যতম মানবিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকলের কাছে পরিচিতি রয়েছে বলে জানান তিনি।