বরিশালকে উৎপাদনমুখী মেগা সিটি করার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করলেন তাপস
নিজস্ব প্রতিবেদকঃজাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বরিশাল নগরবাসীর স্বপ্ন পূরণে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
৪জুন ২০২৩ রবিবার সকালে বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে জাতীয় পার্টি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এর সভাপতিত্বে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মাধ্যমে সূচনা করা হয়।জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করার পর প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের হাতে সাউথ এশিয়া বিজনেস লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।
বরিশাল ফরএভার লিভিং সোসাইটি বরিশালে সামাজিক ও মানব সেবায় সেরা সংগঠনের পুরস্কার গ্রহণ করছেন রত্নগর্ভা মা ইসমত আরা ইকবাল।
পরে ইকবাল হোসেন তাপস এর একটি ওয়েবসাইট উদ্বোধন করেন।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। তিনি বলেন,আমরা সুন্দর ও সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন চাই।যদি সরকার নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করে তবে সেদিন থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। তিনি নগরবাসীকে সবুজ শহর,পরিচ্ছন্ন শহর এবং স্বপ্নের শহর বরিশাল করার জন্য লাঙ্গল মার্কায় ভোট চান।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস উপস্থিত সাংবাদিক, পেশাজীবি ও সুশীল সমাজের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার সাথে সরকার নেই।আছেন আপনারা ও জনগণ। আপনাদেরকে সাথে নিয়ে দুঃশাসন ও লুটপাট, দূর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছি সেই লড়াইয়ের জবাব ১২ জুন লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমার পাশে থাকবেন।
তিনি ইশতেহার ঘোষণায় বলেন,
বরিশাল সিটি করপোরেশন উৎপাদনমুখী মেগা সিটিতে পরিণত করা।
প্রশস্ত রাস্তা নির্মাণ ও জনসাধারণের হাঁটার জন্য ফুটপাতের ব্যবস্থা করা।
রাস্তা-ঘাট নির্মাণের দরপত্রে ১০০% স্বচ্ছতার নিশ্চয়তা।
শহরের ঐতিহ্যবাহী খালসমূহ খনন ও সংস্কার করে পুনরুদ্ধারসহ দু’পাড়ে সৌন্দর্যবর্ধন ও ফুটপাত নির্মাণসহ জনসাধারণের হাঁটার রাস্তা নির্মাণ করা।
শহরের ঐতিহ্যবাহী দিঘি ও পুকুর সংস্কার করে পরিবেশ বান্ধব গড়ে তোলা।
আধুনিক ব্যবস্থাপনায় সূর্যোদয়ের পূর্বে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিকীকরণ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা।
প্রত্যেক ওয়ার্ডে কম খরচে/ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা। প্রতিটি মহল্লা ও সড়কে ডিজিটাল বাতি স্থাপন করা। শহরের প্রতিটি মহল্লায় রাতে পাহারার ব্যবস্থা ও নিরাপত্তা গেট নির্মাণ করা। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠা এবং ছাত্র-ছাত্রীদের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন করা। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আধুনিক কম্পিউটার কারিগরি প্রতিষ্ঠান তৈরি করে বেকার যুবক-যুবতিদের প্রশিক্ষণ দিয়ে আউটসোর্সিং কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা। নগরে অবস্থিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে আধুনিকীকরণ করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান নিশ্চিত করা। ওয়ার্ডে কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র গড়ে তোলা। প্রতিটি ওয়ার্ডে সাংস্কৃতিক ক্লাব ও খেলাধুলার মাঠ প্রতিষ্ঠা করা। নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহকে সংস্কার ও আধুনিকীকরণ করা এবং স্কুলসমূহে শিশুদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা। নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা। কীর্তনখোলার তীর ঘীরে ভ্রমণ, আধুনিক ওয়াকওয়েসহ পার্ক নির্মাণ করা। বরিশালে পর্যটন হোটেল-মোটেল নির্মাণ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা। মাদক নির্মূল করা ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা। ধর্মীয় স্থানসমূহ সংরক্ষণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। বরিশাল সিটিকে সবুজায়ন করার প্রকল্প গ্রহণ করা। শহরের বিভিন্ন পেশার ব্যক্তিদের সমন্বয়ে উন্নয়নের লক্ষ্যে কমিটি গঠন করা। বয়স্ক নাগরিকদের অগ্রাধিকারভিত্তিক সুযোগ-সুবিধা ও সেবা চালু করা। নগরের বর্ধিত এলাকায় পরিকল্পিত আধুনিক আবাসন ও রাস্তা-ঘাট নির্মাণ, সুপেয় পানি, বিদ্যুৎসহ সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা হবে। বরিশাল সিটি করপোরেশনের অন্তর্গত অনুন্নত কলোনী বা বাস্তুহারাদের সকল প্রকার নাগরিক সুবিধার আওতায় আনা হবে।
ইশতেহার ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু,বিশিষ্ট সমাজ সেবক মাহবুব আলম, রত্নগর্ভা মা ইসমত আরা ইকবাল ও আমজাদ হোসেন।