বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেনকে সংবর্ধনা
জিহাদ রানা: আগৈলঝাড়ায় বিদায়ী পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেন থানায় সংবর্ধিত। আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে বুধবার রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনের সভাপতিত্বে তার অফিস কক্ষে বিদায়ী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
থানার সেকেন্ড অফিসার এসআই তৈয়বুর রহমানের সঞ্চালনায় এসআই দেলোয়ার হোসেনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন, এসআই শাহাবুদ্দিন, এএসআই মফিজুর রহমান, পুলিশ সদস্য রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, সাধারন সম্পাদক তপন বসু ও বিদায়ী পুলিশ কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন।
এসআই দেলোয়ার হোসেন আগৈলঝাড়ায় কর্ম জীবনে সততা ও নিষ্ঠার সাথে স্বীয় দ্বায়ীত্ব পালন করায় তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে থানার এসআই নাসির, এসআই জসীম, এএসআই নেছার, এএসআই মামুনসহ সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসংগত, সম্প্রতি বরিশাল রেঞ্জ ডিআইজি এসআই দেলোয়ার হোসেনকে ভোলা জেলায় বদলী করেন। বদলী জনিত কারনে তাকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।