বরিশালের জিলা স্কুল এলাকায় বেড়েছে বখাটেদের উৎপাত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালের জিলা স্কুল এলাকায় বেড়েছে বখাটেদের উৎপাত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৮, ২০১৯ ২:০৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালের জিলা স্কুল এলাকায় বেড়েছে বখাটেদের উৎপাত

নিজস্ব প্রতিবেদক: বরিশালের জিলা স্কুল এলাকায় বেড়েছে বখাটেদের উৎপাত। স্কুলের প্রধান দুটি গেটে কিশোর বখাটেদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রায়ই সেখানে নানা বিষয়ে কিশোরদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে। ফলে বিঘিœত হচ্ছে ওই এলাকার স্বাভাবিক পরিবেশ।সর্বশেষ শুক্রবার রাতে এক কিশোরকে বেদম মারধর করেছে প্রতিপক্ষ একদল কিশোর।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, স্কুলের মসজিদ গেটে শুক্রবার রাতে এক কিশোরকে মারধর করে ১০/১২ জনের একদল কিশোর। পথচারীরা বাঁধা দিলেও মারমুখী কিশোরদের নিবৃত্ত করতে পারেননি। ঘটনাস্থলের এক পথচারী জানান, তারা কিশোরদের থামাতে ব্যর্থ হলে পাশেই দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ডাকেন।

কিন্তু পুলিশ প্রথমে কর্ণপাত করেননি। পরে পথচারী ও ট্রাফিক পুলিশ বখাটে কিশোরদের ধাওয়া দিয়ে এলাকা থেকে বিতাড়িত করে। ওই পথচারী জানান, স্কুলের দুটি গেটে একদল বখাটে প্রতিদিন বিকাল থেকে রাত ১০-১১টা পর্যন্ত আড্ডা দেয়।

তারা প্রায়ই নিজেদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। শুধু তাই নয়, তারা সেখানে বসে মাদক সেবনও করে থাকে। আর কোন উৎসবের বিষয় থাকলে সেখানে সাউন্ড বক্স বসিয়ে নাচানাচি ও মাদক সেবন করে।

এমনকি জিলা স্কুলের সামনে থেকে প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, গ্রীন সিটি পার্ক, মুক্তিযোদ্ধা পার্কে যাতায়াতরত মেয়েদের উত্যক্ত করে থাকে। এসব ঘটনায় প্রায়ই অপ্রতিকর ঘটনা ঘটে থাকে। জানা গেছে, প্রভাবশালী মহলের ছত্রছায়াই উঠতি বয়সি ছেলেরা এ সব কাজ করছে।

বিকেল থেকে এই উপদ্রব শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলে তাদের আড্ডা ও মাদক সেবনের পালা। যদিও এই স্কুলের ১ম গেটের সামনে অবস্থান করছে বরিশাল সার্কিট হাউজ ও ২য় গেটের সামনে অবস্থান করছে বরিশাল ক্লাব। কিন্তু তার পরও নিয়ন্ত্রনের বাহিরে চলে যাচ্ছে তারা।

এই দুই গেটের নেতৃত্বে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম রুবায়েত, জাবেদ, সিফাত (ছোট), তাজিন, রিফাত, তাহসিন, রিক্তী, তুষার, জাহিদ প্রমুখ। গত বৃহস্পতিবার ডিবি পুলিশ এই গ্রুপের দুই সদস্য শাওন ও আল-আমিনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বলেন, ‘ওই স্থানে আমাদের নিয়মিত অভিযান রয়েছে। কয়েকদিন আগেও ওই গেট একটি ঘটনায় মামলা হয়েছে। এর আগেও ওই স্থানে অপ্রীতিকর ঘটনায় মামলা দায়ের হয়েছে। সে অনুযায়ী আমরা ওই স্থানে অভিযান অব্যাহত রেখেছি।

এব্যাপারে জিলা স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রন কমিটির সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘এ ধরনের অভিযোগ আসলে আমরা খতিয়ে দেখবো। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষককে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে। কোনভাবে স্কুল গেটে আড্ডাবাজি করতে দেয়া হবে না। শুধু জিলা স্কুলই নয়, সদর গালস স্কুলের সামনেও আড্ডা দিতে না পারে এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহন করবো।

দৈনিক বরিশাল ২৪

বরিশালের জিলা স্কুল এলাকায় বেড়েছে বখাটেদের উৎপাত

রবিবার, আগস্ট ১৮, ২০১৯ ২:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বরিশালের জিলা স্কুল এলাকায় বেড়েছে বখাটেদের উৎপাত। স্কুলের প্রধান দুটি গেটে কিশোর বখাটেদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রায়ই সেখানে নানা বিষয়ে কিশোরদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে। ফলে বিঘিœত হচ্ছে ওই এলাকার স্বাভাবিক পরিবেশ।সর্বশেষ শুক্রবার রাতে এক কিশোরকে বেদম মারধর করেছে প্রতিপক্ষ একদল কিশোর।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, স্কুলের মসজিদ গেটে শুক্রবার রাতে এক কিশোরকে মারধর করে ১০/১২ জনের একদল কিশোর। পথচারীরা বাঁধা দিলেও মারমুখী কিশোরদের নিবৃত্ত করতে পারেননি। ঘটনাস্থলের এক পথচারী জানান, তারা কিশোরদের থামাতে ব্যর্থ হলে পাশেই দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ডাকেন।

কিন্তু পুলিশ প্রথমে কর্ণপাত করেননি। পরে পথচারী ও ট্রাফিক পুলিশ বখাটে কিশোরদের ধাওয়া দিয়ে এলাকা থেকে বিতাড়িত করে। ওই পথচারী জানান, স্কুলের দুটি গেটে একদল বখাটে প্রতিদিন বিকাল থেকে রাত ১০-১১টা পর্যন্ত আড্ডা দেয়।

তারা প্রায়ই নিজেদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। শুধু তাই নয়, তারা সেখানে বসে মাদক সেবনও করে থাকে। আর কোন উৎসবের বিষয় থাকলে সেখানে সাউন্ড বক্স বসিয়ে নাচানাচি ও মাদক সেবন করে।

এমনকি জিলা স্কুলের সামনে থেকে প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, গ্রীন সিটি পার্ক, মুক্তিযোদ্ধা পার্কে যাতায়াতরত মেয়েদের উত্যক্ত করে থাকে। এসব ঘটনায় প্রায়ই অপ্রতিকর ঘটনা ঘটে থাকে। জানা গেছে, প্রভাবশালী মহলের ছত্রছায়াই উঠতি বয়সি ছেলেরা এ সব কাজ করছে।

বিকেল থেকে এই উপদ্রব শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলে তাদের আড্ডা ও মাদক সেবনের পালা। যদিও এই স্কুলের ১ম গেটের সামনে অবস্থান করছে বরিশাল সার্কিট হাউজ ও ২য় গেটের সামনে অবস্থান করছে বরিশাল ক্লাব। কিন্তু তার পরও নিয়ন্ত্রনের বাহিরে চলে যাচ্ছে তারা।

এই দুই গেটের নেতৃত্বে যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম রুবায়েত, জাবেদ, সিফাত (ছোট), তাজিন, রিফাত, তাহসিন, রিক্তী, তুষার, জাহিদ প্রমুখ। গত বৃহস্পতিবার ডিবি পুলিশ এই গ্রুপের দুই সদস্য শাওন ও আল-আমিনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বলেন, ‘ওই স্থানে আমাদের নিয়মিত অভিযান রয়েছে। কয়েকদিন আগেও ওই গেট একটি ঘটনায় মামলা হয়েছে। এর আগেও ওই স্থানে অপ্রীতিকর ঘটনায় মামলা দায়ের হয়েছে। সে অনুযায়ী আমরা ওই স্থানে অভিযান অব্যাহত রেখেছি।

এব্যাপারে জিলা স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রন কমিটির সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘এ ধরনের অভিযোগ আসলে আমরা খতিয়ে দেখবো। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষককে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে। কোনভাবে স্কুল গেটে আড্ডাবাজি করতে দেয়া হবে না। শুধু জিলা স্কুলই নয়, সদর গালস স্কুলের সামনেও আড্ডা দিতে না পারে এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহন করবো।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ   দেশের ক্লান্তিকালে মানুষের পাশে তাপসের ‘‘বরিশাল ফরএভার লিভিং সোসাইটি’’