বরিশালের দূর্গাসাগরে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি অজিয়ার রহমান

মো: জিহাদ রানা: বরিশালের বাবুগঞ্জের মাদবপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী দূর্গাসাগর দিঘীতে মাছের পোনা অবমুক্ত করলেন জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়ার রহমান।
একই সাথে তিনি দূর্গাসাগর শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডাকবাংলোর ভিক্তি প্রস্তর স্থাপন করেন।
শুক্রবার (২৬ জুলাই) জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দরা দূর্গাসাগর দিঘিতে ২০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম,বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হালদার, জেলা প্রাণিসম্পদ অফিসার, ডঃ মোঃ নূরুল আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, নাজির মোঃ সাইদুল ইসলাম সহ অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটি আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) , আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি বিশেষ সহযোগীতায় দূর্গাসাগর দিঘিতে পাড়ে দুই তলা বিশিষ্ট শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডাকবাংলোর বাস্তবায়নে বরিশাল জেলা পরিষদ সহযোগীতা করছে বলে জানা গেছে।