বরিশালের লাখুটিয়ায় ডোবা থেকে মোটর সাইকেল চালকের লাশ উদ্বার
শামীম আহমেদ,দৈনিক বরিশাল ২৪.কম: বরিশাল- লাকুটিয়া সড়ক ও বাবুগঞ্জের চাঁদপাশার তালতলা নামক স্থান থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক রিয়াজুল হক (৩৫) নামের এক যুবকের লাশ উদ্বার করেছে নগরীর এয়ারপোর্ট থানা পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে পুলিশ সংবাদ পেয়ে উক্ত যুবকের লাশ উদ্বার করেন বিষয়টি নিশ্চিত করেন এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবিুবুল আলম। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সকালে বরিশাল-লাকুটিয়া বাবুগঞ্জের চাঁদশাশার বাশগ্রামের তালতলা নামক স্থানের সড়কের পাশে একটি ডোবায় মাথা জাগা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা এয়ারপোর্ট থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজুল হক নামের যুবকের লাশটি উদ্বার করে।
জানা গেছে রিয়াজুল হক (৩৫) এর নগরীর মরকখোলা পুলের কাছে রিয়াজুল হকের একটি তেলের দোকান রয়েছে যা স্বামী-স্ত্রী দু’জনে মিলে ব্যবসা করত বিভিন্ন মোটর সাইকেল চালকরা এতথ্য জানান।
এদিকে এয়ারপোর্ট থানার ওসি তদন্ত এ.আর. মুকুল জানান রিয়াজুল হকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।
এছাড়া রিয়াজুল হকের লাশ যে ডোবা থেকে উদ্বার করা হয়েছে তার দু’শ গজ দুরে স্যান্ডেল ও একটি ওড়না পাওয়া যায় এতে ধারণা করা হচ্ছে রিয়াজুলকে শ্বাষরুদ্ব করে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
রিয়াজুলের মোটর সাইকেল ও তার পরিবারের পরিচয় সন্ধানের কাজ করছে পুলিশ। লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে ।
দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ