বরিশালের সন্তান জাকির হোসেন গ্রীস পার্লামেন্ট নির্বাচনে এমপি প্রার্থী
শামীম আহমেদ ,দৈনিক বরিশল ২৪.কম: সমগ্র গ্রীসে জাকির হোসেন অতি পরিচিত একটি নাম। গ্রীস পার্লামেন্ট নির্বাচনে এমপি প্রার্থী হচ্ছেন বাংলাদেশের ছেলে জাকির হোসেন বালি।
তিনি বরিশালের আগৈলঝাড়ার পার্শবর্তী গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের কান্ডপাশা গ্রামের মোঃ লুৎফর রহমান বালি’র ছেলে।
জাকির গ্রীসের এথেন্সে ৩০ বছর যাবৎ স্বপরিবারে বসবাস করে আসছে। পেশায় একজন ব্যবসায়ী। দীর্ঘদিন এথেন্সে থাকায় তিনি ঐ এলাকার লোকজনের সাথে মেলামেশা এবং এক পর্যায় রাজনীতির সাথে যুক্ত হন। ধীরে ধীরে রাজনৈতিক কর্মকান্ডে ব্যাপক শুনামও পরিচিতি লাভ করেন।
বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে গ্রীসে মূলধারার সংস্কৃতির সমন্বিতকরণে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। গ্রীসের আধারছিয়া পার্টির তরুণ রাজনীতিক হিসেবে জাকির হোসেন বালী যেমন ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন, একইভাবে সমগ্র ইউরোপেও তিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তাঁর কর্ম ও প্রচেষ্টার মাধ্যমে।
জাকির হোসেন বলেন, “প্রবাসী বাংলাদেশিদের গ্রীসে তথা সমগ্র ইউরোপে সম্মানের সাথে প্রতিষ্ঠিত করাই আমার স্বপ্ন। একসময় বাংলাদেশি প্রবাসীরা এখানে নানা রকম সমস্যার মুখোমুখি হতো, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতো, অনেক সংগ্রামের ফলে আমরা সেসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি।
গ্রীসের পার্লামেন্টে এমপি নির্বাচিত হলে সর্বাগ্রে আমি বাঙালি সংস্কৃতিকে এ দেশের মূলধারার সংস্কৃতির সাথে পরিচিত করতে একনিষ্ঠভাবে কাজ করব।
সেই সাথে এখানকার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ে সব রকম চেষ্টা চালিয়ে যাবো। জাকির হোসেন বালি আগামী ৭ই জুলাই গ্রীসের গ্রীস পার্লামেন্ট নির্বাচনে সংরক্ষিত আসনে জয়লাভ করবেন বলে
আশাবাদী। তিনি যেন এই নির্বাচনে জয়লাভ ও বাংলাদেশের মুখউজ্জ্বল করতে পারেন সে জন্য বাংলাদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক বরিশল ২৪.কম/শামীম আহমেদ
সংবাদটি শেয়ার করুন