বরিশালের সাবেক মেয়র আহসান হাবীব কামাল ইন্তেকাল করেছেন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপির বর্ষীয়ান নেতা, আহসান হাবিব কামাল আর নেই। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজেউন)
শনিবার রাত ১১ টার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
আহসান হাবীব কামাল এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। গত সিটি নির্বাচনে পরাজিত হবার পর দুনীতির অভিযোগে তাকে কারাগারে যেতে হয়।
কারাগারেই তিনি অসুস্থ্য হয়ে পড়েন। প্রায় সাত মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। এদিকে আহসান হাবিব কামালের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।