বরিশালের স্বর্ণমেলায় আড়াই কোটি টাকার রাজস্ব আদায়
নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল বরিশালের আয়োজনে নগরীর বান্দরোডস্থ হোটেল গ্রান্ড পার্কে দুইদিন ব্যাপী স্বর্ণ মেলার সমাপণী দিন মঙ্গলবার বিকেল পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলা থেকে ৪৬৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান অপ্রদর্শিত স্বর্ণ, রৌপ্য ও হীরা প্রদর্শন বা বৈধ করেছে।
এতেপ্রায় আড়াই কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছে। বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ বলেন, প্রদর্শিত মধ্যে প্রায় ২০ হাজার ভরি স্বর্ণ থাকলেও রৌপ্য ও হীরার পরিমাণ ছিলো খুবই কম। টাকার অংকে যা দুই কোটি ৪৪ লাখ ৪৪ হাজার
২০০ টাকা।
তিনি আরও বলেন, কর অঞ্চল বরিশালের আয়োজনে স্বর্ণ মেলায় সাতটি স্টল স্থান পেয়েছিলো। যার মধ্যে তিনটি স্টলে বরিশাল বিভাগের ছয় জেলার স্বর্ণ ব্যবসায়ীরা ঘোষণাপত্র গ্রহণ করতে পেরেছেন।
এছাড়া জনতা ও সোনালী ব্যাংকের দুইটি আলাদা স্টল এবং একটি হেল্প ডেস্ক ও একটি স্টলে ১২ ডিজিট টিআইএন গ্রহণ করার জন্য ব্যবস্থা রাখা হয়েছিলো। প্রথম দিনে বিভাগের ছয় জেলা থেকে ১১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রায় চার হাজার ভরি অপ্রদর্শিত স্বর্ণ, রৌপ্য ও হীরা প্রদর্শন করেছে।
মেলার শেষ দিন মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ব্যবসায়ী আগ্রহ নিয়ে এসেছেন। যার ফলে প্রচুর ভীড় ছিলো। মেলায় তাদের সার্বিক সহায়তা করা হয়েছে। তবে যারা অপ্রদর্শিত স্বর্ণ, রৌপ্য ও হীরা প্রদর্শন করতে পারেননি, তারা ৩০ জুনের মধ্যে কর বিভাগের স্ব স্ব সার্কেল অফিসে নির্দিষ্ট পরিমাণে কর পরিশোধ করে অপ্রদর্শিত স্বর্ণ বৈধ বা প্রদর্শন করতে পারবেন।
জুয়েলার্স সমিতি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আলী খান জসিম বলেন, আমাদের
দীর্ঘদিনের চেষ্টার ফলে আমরা সোনা ব্যবসার স্বীকৃতি পাচ্ছি। সম্প্রতি সরকার আমাদের জন্য
একটি নীতিমালা নিয়ে কাজ করছে। যার আওতায় স্বর্ণ মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল বরিশাল।
তিনি আরও বলেন, মেলায় অপ্রদর্শিত ভরি প্রতি স্বর্ণ এক হাজার টাকা দিয়ে বৈধ করা
হয়েছে।