বরিশালের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ও বিজ্ঞান ল্যাবের যন্ত্রপাতি প্রদান
ফারজানা ইয়াসমীন: বরিশালের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ও বিজ্ঞান ল্যাবের যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ও বিজ্ঞান ল্যাবের যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এসব যন্ত্রপাতি হস্তান্তর করা হয়।
কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালযয়ের সচিব ও চেয়ারম্যান (কাফকো) মোঃ আবদুল হালিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর সিইওসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠান ৬টি হলো, শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়, চারদী, বাকেরগঞ্জ, বরিশাল, বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, বাদলপাড়া, বাকেরগঞ্জ, বরিশাল, চারদী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, চারাদি, বাকেরগঞ্জ, বরিশাল, আমিন গার্লস সেকেন্ডারি স্কুল, বাদলপাড়া, বাকেরগঞ্জ, বরিশাল, হরিনাফুলিয়া জামেয়া এমদাদিয়া মাদ্রাসা, হরিনাফুলিয়া, বরিশাল সদর, বরিশাল, পূর্বা চরাদী দারুসুন্নাত দখিল মাদ্রাসা, চারাদি, বাকেরগঞ্জ, বরিশাল।