বরিশালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অর্থসহায়তা করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
শামীম আহমেদ : বরিশাল সদর উপজেলার শোলনা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে শহরের বিআইপি কলোনীর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে এ অর্থসহায়তা তিনি।
চলতি মাসের মাঝামাঝি সময়ে বরিশাল সদর ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শোলনা বাজারে আগুনে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। তখন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম রাজধানীতে অবস্থান করছিলেন।
প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত ৯ ব্যবসায়ীকে নগদ ৬ হাজার টাকার পাশাপাশি এক বান করে ঢেউটিনও দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, মহানগর আ’লীগ নেতা মাহামুদুল হক খান মামুন, মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, রায়পাশা কড়াপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন এবং জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আব্দুল্লাহ জিন্নাহসহ দলীয় অনেক নেতাকর্মী।
ছবি:সংগৃহীত