বরিশালে আ’লীগের কর্মীদের বাধায় বিএনপির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান পন্ড
শামীম আহমেদ: আওয়ামীলীগের নেতা কর্মীদের বাধার মুখে হিজলায় উঠতে না পারায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান পন্ড। বরিশাল জেলার হিজলা-মেহেন্দীগঞ্জ সংসদীয় আসন (৪)এর সাবেক এমপি, বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ হিজলা আওয়ামীলীগের নেতা কর্মীদের বাধার মুখে হিজলায় উঠতে না পারায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান পন্ড হযে যায়।
এমনকি হিজলা থানা ইনচার্জ (ওসি) মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেনি বলে অভিযোগ করেছে সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ।
আজ মঙ্গলবার (১৩ই আগস্ট) ঈদের দ্বিতীয় দিন সকালে হিজলার একটি পারিবারিক অনুষ্ঠান সহ দলীয় নেতা কর্মীদের সাথে ঈদ পূর্ণমিলনী সাক্ষাতের জন্য বরিশাল থেকে হিজলায় যাত্রা করেন তিনি।
বেলা সাড়ে ১২ টার দিক মেজবা উদ্দিনের বহন করা ¯িপ্রড বোর্ড হিজলার কাউরিয়া বাজারের খালে প্রবেশের সময় পূর্ব থেকে হিজলার টেকে ধারালো অস্ত্র-শস্ত্র,লাঠি সোটা নিয়ে সরকার দলীয় আওয়ামীগের নেতা কর্মীরা অবস্থান নেয় এই অবস্থা দেখে হিজলার থানা ইনচার্জ (ওসি) অসিম কুমার সিকদারকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করার কারনে এবং নিজের নিরাপত্তাবোধ করায় বরিশালে ফিরে আসতে হয়।
অন্যদিকে বিএনপি দলীয় নেতা কর্মীরা তাদের সাবেক এমপিকে এগিয়ে নিতে এসে বাজারে অবস্থান নেয়। সেখানে আওয়ামীলীগের নেতাকর্মীরা অবস্থান ও ব্যাড়িকেড সৃষ্টি করায় এবং এবং দু’দল মুখামুখি হলে আইন শৃঙ্খলা বিঘœ হতে পারে সেই আশংকায় বিএনপি নেতা কর্মীরা সামনের দিকে যায়নি বলে জানান যুবদল নেতার।
এব্যাপারে হিজলা থানা ইনচার্জ (ওসি) অসিম কুমার সিকদার বলেন, আমি এখানে নতুন এসেছি তাছাড়া তিনি এখানকার সাবেক সংসদ সে আসবে আমাদেরকে আগে-ভাগে জানালে তিনি আসবেন কি আসতে পারবে না সেব্যবস্থা আমরা গ্রহণ করতাম।
হঠাৎ করে কেহ ফিরে যাবে আর প্রশাসন ফোন ধরে না তার একথা ও অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবী করেন। তাছাড়া সে এখানে আসবে তার নিরাপত্তার বিষয় থাকলে আমাদের আগে জানালে আমাদের প্রশাসনের পক্ষ থেকে দায়ীত্ব পালনের জন্য ব্যবস্থা নেয়া হত।