বরিশালে এখনও উদ্ধার হয়নি জামাল-৫ লঞ্চ, যাত্রীদের ভোগান্তি
শামীম আহমেদ: বরিশালের মেহেন্দীগঞ্জ সদরের পাতারহাট সংলগ্ন নদীতে ঢাকা থেকে পটুয়াখালীগামী
এমভি জামাল-৫ লঞ্চটি আটকে রয়েছে।
রোববার (২৮ জুলাই) দিবাগত ২ টার দিকে লঞ্চটি ৫ শতাধিক যাত্রী নিয়ে পাতারহাট সংলগ্ন দেওয়ানবাড়ি এলাকার চরে আটকে যায়। এরপর জোয়ার হলেও সোমাবার (২৯ জুলাই) বেলা ৩ টা পর্যন্ত লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন লঞ্চের যাত্রীরা।
এতে তারা চরম ভোগান্তির মধ্যে মাঝনদীতে আটকে রয়েছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে লঞ্চের সুপারভাইজার মোঃ কাদের জানান, বিকল্প একটি লঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া কিছু যাত্রী আগে থেকেই বিকল্প পথে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
তবে যারা লঞ্চে এখনো রয়েছেন তাদের বিকল্প পদ্বতিতে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-ফাড়ির পুলিশের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক। পাশাপাশি লঞ্চটিকে উদ্ধারের কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
পটুয়াখালী অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) কর্মকর্তা খাজা সাদিকুর রহমান বলেন, লঞ্চটি ডুবে চরে আটকে যাওয়ার পর জোয়ারের জন্য অপেক্ষা করা হচ্ছিলো, তবে পানি কম হওয়ায় এটিকে
উদ্ধার করা সম্ভব হয়নি।
যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হচ্ছে।