বরিশালে এতিম শিশুদের পাশে জেলা প্রশাসক, নগদ অর্থসহ ২টন চাল অনুদান

নিজস্ব প্রতিবেদক: বরিশালে এতিম শিশুদের পাশে জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান। আজ শনিবার বিকেলে রহমানিয়া কিরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় পরিদর্শনে গিয়ে তিনি নগদ ১০ হাজার টাকা অর্থসহ ২টন চাল অনুদানপ্রদানের ঘোষনা দেন।
একই সাথে শিশুদের ৬ মাসের আহার্য দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। এতিমখা শিশুদের পাশে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
এছাড়াও হাফেজিয়া মাদ্রাসার সমাজসেবার রেজিষ্ট্রেশন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশালন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান,বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) উর্মি ভৌমিক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ, সুব্রত বিশ্বাস দাস, মোঃ সাইফুল ইসলাম, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এবং মাদ্রাসার পরিচালক মোঃ নুরুল ইসলাম ফিরোজী।
অনুদান পেয়ে মাদ্রাসার এতিম শিশুদের মুখে হাসি ফুটে উঠেছে। সূত্রমতে, ১ বছর আগেও একটি ভাড়া বাড়িতে ছিল এই এতিমখানা ও মাদ্রাসাটি।
জেলা পরিষদের মাধ্যমে ১৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। সেই অনুদান দিয়ে জমি ক্রয়, চারতলা ভিত্তির ওপর ১ তলা ভবনসহ অন্যান্য স্থাপনার কাজ সম্পন্ন হয়েছে।
বর্তমানে চলছে প্লাস্টারের কাজ। এ দিকে অনুদানকৃত টাকা শেষ হয়ে যাওয়ায় বর্তমানে চরম অর্থ সঙ্কটে ভুগছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
এর আগে এই মাদ্রাসা ও এতিমখানার অর্থ সঙ্কট নিয়ে বরিশালের একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিলো।