বরিশালে কবিগুরু’র ৭৯তম প্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্র স্মরণাঞ্জলি অনুষ্ঠিত
মো:জিহাদ রানা,দৈনিক বরিশাল ২৪.কম: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্র স্মরণাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত।
৬ আগস্ট মঙ্গলবার রাতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে অশ্বিনী কুমার হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্র স্মরণাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
আরো উপস্থিত ছিলেন, সংস্কৃতিজন এস এম ইকবাল, পঙ্কজ রায় চৌধুরী, কবি, আসমা চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, কাজল ঘোষসহ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ বরিশাল শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুর প্রয়াণ দিবস গভীরভাবে স্মরণ করা হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।