বরিশালে কলেজ ছাত্রকে পিটিয়ে জখম, গ্রেফতার-১

শামীম আহমেদ: এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার পশ্চিম আশোকাঠী গ্রামের
চিহ্নিত বখাটেরা হামলা চালিয়ে অপু ফকির নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।
এঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ আব্দুর রব সরদার নামের এক হামলাকারীকে গ্রেফতার করেছে।
শনিবার সকালে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
ওই গ্রামের মোঃ স্বপন ফকির অভিযোগ করেন, বাড়ির রাস্তা দিয়ে চলাচলে বাঁধা প্রদানসহ এলাকায়
আধিপত্য বিস্তারের জন্য একই এলাকার চিহ্নিত বখাটে মারুফ সরদার ও তার সহযোগিরা দীর্ঘদিন থেকে
তাদের বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে আসছিলো।
এনিয়ে বিরোধের সৃষ্টি হলে মারুফ ও তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার (স্বপন) পুত্র সরকারী গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র অপু ফকিরের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে তিনি (স্বপন)সহ তার স্ত্রী নাজমিন আক্তার, ভাইয়ের ছেলে হাসান ফকির এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। এ ঘটনায় নাজমিন আক্তার বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখ করে শনিবার সকালে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়েরের পর
তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে মামলার চার নাম্বার আসামি আব্দুর রব সরদারকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে। মামলার বাদি নাজমিন আক্তার জানান, মামলা দায়েরের পর বিএনপি ক্যাডার মারুফ সরদার ও তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে মামলা উত্তোলনের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। হামলাকারীদের অব্যাহত হুমকির মুখে তারা চরমন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।