বরিশালে খাল ও নদীর পরিত্যাক্ত সুইসগেট অপসারনের দাবী
শামীম আহমেদ, দৈনিক বরিশাল ২৪.কম: বরিশালের বাখেরগঞ্জের চরাদী ইউনিয়নের বিভিন্নস্থানের খাল ও নদীতে থাকা পরিত্যাক্ত সুইসগেট অপসারন করে নব্যতা ফিরিয়ে আনার দাবীতে বরিশাল শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। পরে জেলা প্রশাসক দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে চরাদী ইউনিয়ন জনস্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি।
আজ বৃহস্পতিবার (৪ই জুলাই) সকাল ১১ টায় বরিশাল শহরের নৌ-বন্দর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় করে মিছিলটি নগরীর লঞ্চঘাট, ফজলুল হক এ্যাভিনিয় সড়ক দক্ষিণ করে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলামের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
এর পূর্বে খাল নদীর পানির অবাধ প্রবাহ নিশ্চিত করা সহ রানির হাট থেকে কাটাদিয়া পর্যন্ত সড়ক সহ অন্যান্য সুইসগেট সংলগ্ন সড়কগুলো জনগনের নির্বিগ্নে চলাচলের উপযোগী করার স্ব র্থে চরাদী ইউনিয়নের পরিত্যাক্ত ও জন সাধারনের ক্ষতিকর সুইসগেটগুলো অপসারন করে জনদূর্ভোগ লাঘব ও কৃর্ষি উৎপাদন বৃদ্বিতে সহযোগীতা করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্টণীগের সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আঃ ছত্তার, চরাদী ইউনিয়নের জনস্বার্থ
রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক অধ্যাপক জলিলুর রহমান,অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ,সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দীন তালুকদার,যুগ্ম আহবায়ক মোঃ হুমাউন কবীর,সদস্য সচিব মোঃ জাফর আহমেদ তালুকদার প্রমুখ।
উল্লেখ গত ১০ই জুন প্রধানমন্ত্রী নদী ও খাল বিলের জোয়ার-ভাটার পানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে সব ধরনের স্থপনা অভিলম্বে ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিলেন।
একই সঙ্গে মন্ত্রী পরিষদ সচিব মোঃ সফিউল আলমকে দেশের সকল জেলা প্রশাসককে অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও তারা জানান।
দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ