বরিশালে খাল ও নদীর পরিত্যাক্ত সুইসগেট অপসারনের দাবী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে খাল ও নদীর পরিত্যাক্ত সুইসগেট অপসারনের দাবী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৪, ২০১৯ ৩:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে খাল ও নদীর পরিত্যাক্ত সুইসগেট অপসারনের দাবী

শামীম আহমেদ, দৈনিক বরিশাল ২৪.কম:  বরিশালের বাখেরগঞ্জের চরাদী ইউনিয়নের বিভিন্নস্থানের খাল ও নদীতে থাকা পরিত্যাক্ত সুইসগেট অপসারন করে নব্যতা ফিরিয়ে আনার দাবীতে বরিশাল শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। পরে জেলা প্রশাসক দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে চরাদী ইউনিয়ন জনস্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি।

আজ বৃহস্পতিবার (৪ই জুলাই) সকাল ১১ টায় বরিশাল শহরের নৌ-বন্দর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় করে মিছিলটি নগরীর লঞ্চঘাট, ফজলুল হক এ্যাভিনিয় সড়ক দক্ষিণ করে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলামের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

এর পূর্বে খাল নদীর পানির অবাধ প্রবাহ নিশ্চিত করা সহ রানির হাট থেকে কাটাদিয়া পর্যন্ত সড়ক সহ অন্যান্য সুইসগেট সংলগ্ন সড়কগুলো জনগনের নির্বিগ্নে চলাচলের উপযোগী করার স্ব র্থে চরাদী ইউনিয়নের পরিত্যাক্ত ও জন সাধারনের ক্ষতিকর সুইসগেটগুলো অপসারন করে জনদূর্ভোগ লাঘব ও কৃর্ষি উৎপাদন বৃদ্বিতে সহযোগীতা করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্টণীগের সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আঃ ছত্তার, চরাদী ইউনিয়নের জনস্বার্থ
রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক অধ্যাপক জলিলুর রহমান,অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ,সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দীন তালুকদার,যুগ্ম আহবায়ক মোঃ হুমাউন কবীর,সদস্য সচিব মোঃ জাফর আহমেদ তালুকদার প্রমুখ।

উল্লেখ গত ১০ই জুন প্রধানমন্ত্রী নদী ও খাল বিলের জোয়ার-ভাটার পানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে সব ধরনের স্থপনা অভিলম্বে ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিলেন।

একই সঙ্গে মন্ত্রী পরিষদ সচিব মোঃ সফিউল আলমকে দেশের সকল জেলা প্রশাসককে অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও তারা জানান।

দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ

দৈনিক বরিশাল ২৪

বরিশালে খাল ও নদীর পরিত্যাক্ত সুইসগেট অপসারনের দাবী

বৃহস্পতিবার, জুলাই ৪, ২০১৯ ৩:৩৬ অপরাহ্ণ

শামীম আহমেদ, দৈনিক বরিশাল ২৪.কম:  বরিশালের বাখেরগঞ্জের চরাদী ইউনিয়নের বিভিন্নস্থানের খাল ও নদীতে থাকা পরিত্যাক্ত সুইসগেট অপসারন করে নব্যতা ফিরিয়ে আনার দাবীতে বরিশাল শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। পরে জেলা প্রশাসক দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে চরাদী ইউনিয়ন জনস্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি।

আজ বৃহস্পতিবার (৪ই জুলাই) সকাল ১১ টায় বরিশাল শহরের নৌ-বন্দর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় করে মিছিলটি নগরীর লঞ্চঘাট, ফজলুল হক এ্যাভিনিয় সড়ক দক্ষিণ করে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলামের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

এর পূর্বে খাল নদীর পানির অবাধ প্রবাহ নিশ্চিত করা সহ রানির হাট থেকে কাটাদিয়া পর্যন্ত সড়ক সহ অন্যান্য সুইসগেট সংলগ্ন সড়কগুলো জনগনের নির্বিগ্নে চলাচলের উপযোগী করার স্ব র্থে চরাদী ইউনিয়নের পরিত্যাক্ত ও জন সাধারনের ক্ষতিকর সুইসগেটগুলো অপসারন করে জনদূর্ভোগ লাঘব ও কৃর্ষি উৎপাদন বৃদ্বিতে সহযোগীতা করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্টণীগের সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আঃ ছত্তার, চরাদী ইউনিয়নের জনস্বার্থ
রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক অধ্যাপক জলিলুর রহমান,অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ,সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দীন তালুকদার,যুগ্ম আহবায়ক মোঃ হুমাউন কবীর,সদস্য সচিব মোঃ জাফর আহমেদ তালুকদার প্রমুখ।

উল্লেখ গত ১০ই জুন প্রধানমন্ত্রী নদী ও খাল বিলের জোয়ার-ভাটার পানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে সব ধরনের স্থপনা অভিলম্বে ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিলেন।

একই সঙ্গে মন্ত্রী পরিষদ সচিব মোঃ সফিউল আলমকে দেশের সকল জেলা প্রশাসককে অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও তারা জানান।

দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ট্রাফিক পুলিশ   “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ