বরিশালে গুজব ছড়ানোর অভিযোগ যুবক আটক
শামীম আহমেদ: বরিশালের বানারীপাড়ায় ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার রাতে উপজেলার মহিশাপুতা থেকে তাকে আটক করা হয়। আটক মো. কাওসার হোসেন ওই এলাকার মো. আব্দুল আওয়ালের ছেলে।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগের ভিত্তিতে কাওসারকে আটক করা হয়েছে। এ সময় গুজব ছড়ানোয় ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি মোবাইল উদ্ধার করা হয়।