বরিশালে গৃহকর্মী নিখোঁজ
শামীম আহমেদ: বরিশাল নগরীর মেহরাজ মঞ্জিলের লামিয়া আক্তার (১৩) নামের এক গৃহপরিচিকা গত তিনদিন যাবত রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ গৃহপরিচারিকা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর আগুজতির জলিল খানের কন্যা।
এঘটনায় কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। ডায়রী সূত্রে জানা গেছে, গত ২৪ জুন গৃহপরিচারিকা লামিয়া নগরীর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে বাসার ময়লা ফেলতে গিয়ে আর ফিরে আসেনী।
কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ডায়রীর সূত্রধরে গৃহকর্মী লামিয়াকে দ্রুত
উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছে পুলিশ।