বরিশালে জনতার উপস্থিতিতে বাজেট ঘোষণা করবেন মেয়র সাদিক আবদুল্লাহ
মনিরুল ইসলাম: আজ বুধবার ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করবে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। বিকাল ৩ টায় নগর ভবন সম্মুখে এ বাজেট ঘোষণা করা হবে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিকসেবা সুনিশ্চিতকরণের লক্ষ্যে সিটি কর্পোরেশনের ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সম্পন্ন হয়েছে।
বাজেট ঘোষণা উপলক্ষে আজ ৩১ জুলাই বুধবার আগামী অর্থ বছরের বাজেট ঘোষনা করা হবে।
প্রথমবারেরর মতো সর্বস্তরের জনতার উপস্থিতিতে বিকাল ৩টায় নগর ভবন সম্মুখে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।