বরিশালে জমি দখল নিয়ে যেকোন সময় ঘটতে পারে রক্তের হলিখেলা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে জমি দখল নিয়ে যেকোন সময় ঘটতে পারে রক্তের হলিখেলা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৯, ২০১৯ ৩:২২ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে জমি দখল নিয়ে যেকোন সময় ঘটতে পারে রক্তের হলিখেলা

শামীম আহমেদ, দৈনিক বরিশাল ২৪.কম: বরিশাল নগরীর কাশিপুরস্থ বিমানবন্দর থানাধীন গনপাড়া ৩০নং ওয়ার্ডের স্থানীয় ভাবে ভূমি ব্যাবসায়ী নাম অর্জনকারী হয়েও ছাত্রলীগ নেতা জহিরুল হক লিপনের বসত বাড়িতে দিনের বেলায় অবৈধভাবে সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রবেশ করে লিপনের তত্ববধায়নে থাকা ৩ একর ১০ শতাং থেকে ১ শতাংশ ১০ ফুট সহ সহ লিপনের পৈত্রিক জমি থেকে ১ শতাংশ জমি দখল করে নিয়ে সেখানে একটি ঘড় নির্মান সহ পাশ্ববর্তী জমির আইলে পাকা গাউড ওয়াল নির্মান করে নিজের আয়ত্বে নিয়েছে ভূমি ব্যাবসায়ী আলি হোসেন মাঝি গং।

সরেজমিনে পরিদর্শন ও  কাগজ-পত্র সূত্রে জানা গেছে উক্ত এলাকার আয়সা খাতুনের ৩ একর ১০ শতাংশ জমির মালিক হয়ে যায় পৈত্রিক সূত্রে তার ছেলে মৃত্যু আবি আবদুল্লাহ্ মানিক।

এদিকে মৃত  আবি আবদুল্লাহর ছেলে-মেয়ে ওয়ারিস গং সাইফুল হাসান,মেয়ে সুলতানা ইয়াসমিন,শারমিন জাহান ও শাহনাজ বেগম ভাই-বোনরা মিলে স্থানীয় বাসিন্দা মৃত্যু ফজলুল হক মুন্সির ছেলে জহিরুল হক লিপনকে তাদের ভাগের জমি দেখে শুনে রাখার জন্য গত ১৭-৫-২০১৭ ইং তারিখে আদালতের মাধ্যমে পাওয়ার দিয়েছেন।

অপরদিকে আবি আবদুল্লাহর আরেক সন্তান মাহাবুব আলম হিরন কবির তাদের ৩ একর ১০ শতাংশ জমি থেকে ৫ থেকে ৬ শতাংশ জমি জনৈক তৃতীয় ব্যাক্তির নিকট বিক্রি করে দেন।

যা পরবর্তী সময়ে আলি হোসেন সেই জমি ক্রয় করে আস্তে আস্তে উক্ত এলাকার আশেপাশের জমি গ্রাস করার উদ্দেশ্যে বেপরোয়া হয়ে ওঠে বলে লিপনের পরিবার থেকে অভিযোগ করা হয়।

এরই ধারাবাহিকতায় ধিরে ধিরে আলি হোসেন ইতি মধ্যে ছাত্রলীগ নেতা জহিরুল হক লিপনের মৃত পিতা ফজলুল হক মুন্সির গনপাড়ার মৌজার ৫৭৮/৫৭৯ খতিয়ানের, ১৭৭৬,১৭৭৭ ও ১৭৭৮ দাগের পৈত্রিক ১ একর ২১ শতাংশ জমি থেকে আলি হোসেন এর মধ্যে সেখান থেকে ভিতরে প্রবেশ করে ১ শতাংশ জমি দখল করে নিয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন যাবত ওই জমি নিয়ে আদালতে বিচারাধীন মামলা থাকা সত্বেও আলি হোসেন ভূমি ব্যাবসায়ী আদালতকে পাত্তা না দিয়ে  টাকার জোড়ে নিজস্ব বাহিনী গড়ে কাশীপুর এলাকায় দিনের পর দিন মানুষের জমি দখল করে উক্ত জমির মালিকদের নিঃস্ব করে নিজে টাকার পাহাড় গড়েছেন।

আলি হোসেন কাশীপুর এলাকায় একজন ভূমিদস্যু হিসাবে ব্যাপক নিজেকে পরিচিত করেছে বলে একাধিক স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।

এদিকে গত ৩ই জুলাই বেলা আনুমানিক সাড়ে ৩ টার দিকে আলি হোসেন তার বাহিনী নিয়ে দেশীয় ধারালো অস্ত্রাদীতে সজ্জিত হয়ে ফজলুল হক মুন্সির ছেলেদের ভোগ করা জমিতে প্রবেশ করে বেশ কিছু গাছ কেটে নেয়া সহ মোঃ এমদাদুল হক মুন্সি সহ বাড়ির মেয়েদের শ্লীলতাহানী করে এবং এসময় তারা বলে যায় এব্যাপারে বাড়াবড়ি করলে বোমা মেরে বাড়ি-ঘড় উড়িয়ে দেয়া হবে হুমকি দিয়ে যায়।

এব্যাপারে ছাত্রলীগ নেতা মোঃ জহিরুল হক মুন্সির বড় ভাই মোঃ এমদাদুল হক লিটন মুন্সি বাদী হয়ে আলি হোসেন মাঝি সহ ৬ জন সহ আরো অজ্ঞাতনামাদের আসামী করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে।

এখবর ইতি মধ্যে রহস্যজনকভাবে থানায় মামলা দায়েরের খবর অলি হেসেনের কাছে চলে আসায় তারা গোপনে আদালতে বাদীর অনপুস্থিতে ২ দিনের মধ্যে আদালত থেকে জামিন নিয়ে বেড় হয়ে এসে এলাকায় বীরদর্পে ঘুড়ে বেড়াচ্ছে।

এলাকাবাশীরা জানায় এই মূহুর্তে প্রশাসনের পক্ষ থেকে ভূমিদস্যু আলি হোসেনের লাগাম টেনে ধরা নাহলে সামনের দিকে এই এলাকায় জমিকে কেন্দ্র করে যেকোন সময়ে খুনাখুনি সহ রক্তের হলিখেলার মত ঘটনা বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

তাই এলাকাবাশীর সাধারন মানুষ আলি হোসেন কর্তৃক মানুষিক নির্যাতন,অত্যাচার আর সাধারন মানুষের জমিটুকু রক্ষা করে বেচে থাকার শেষ অবলম্ভন নিয়ে বেচে থাকার জন্য নগর পিতা,স্থানীয় প্রশাসনের কাছে শান্তিতে বসবাস করার প্রত্যাশা কামনা করছেন।

এবিষয় আলি হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০১১ সাল থেকে ১৫ সালের মধ্যে আয়সা খাতুনের ছেলে রতন কবির,হারুর অর রসিদ,হিরন কবির মাহাবুবদের কাছ থেকে ১৭৭৪ও ১৭৭৫ দাগের বিভিন্ন সময়ে ২৬ শতাংশ জমি ক্রয় করি।

আমি যে জমিতে বালু ভরাট সহ দেয়াল নির্মাণ করেছি তা এসময় ছিল পুকুর উক্ত জমি আমার প্রয়োজনে তারা সরকারী ভাবে মাফ দিলে কার কোথায় জমি তা বেড় হয়ে আসবে বলে তিনি মনে করেন।

এদিকে আলি হোসেন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে আদালত মামলার গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে যা মামলার কাগজ সূত্রে জানা গেছে।

দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ

দৈনিক বরিশাল ২৪

বরিশালে জমি দখল নিয়ে যেকোন সময় ঘটতে পারে রক্তের হলিখেলা

মঙ্গলবার, জুলাই ৯, ২০১৯ ৩:২২ অপরাহ্ণ

শামীম আহমেদ, দৈনিক বরিশাল ২৪.কম: বরিশাল নগরীর কাশিপুরস্থ বিমানবন্দর থানাধীন গনপাড়া ৩০নং ওয়ার্ডের স্থানীয় ভাবে ভূমি ব্যাবসায়ী নাম অর্জনকারী হয়েও ছাত্রলীগ নেতা জহিরুল হক লিপনের বসত বাড়িতে দিনের বেলায় অবৈধভাবে সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রবেশ করে লিপনের তত্ববধায়নে থাকা ৩ একর ১০ শতাং থেকে ১ শতাংশ ১০ ফুট সহ সহ লিপনের পৈত্রিক জমি থেকে ১ শতাংশ জমি দখল করে নিয়ে সেখানে একটি ঘড় নির্মান সহ পাশ্ববর্তী জমির আইলে পাকা গাউড ওয়াল নির্মান করে নিজের আয়ত্বে নিয়েছে ভূমি ব্যাবসায়ী আলি হোসেন মাঝি গং।

সরেজমিনে পরিদর্শন ও  কাগজ-পত্র সূত্রে জানা গেছে উক্ত এলাকার আয়সা খাতুনের ৩ একর ১০ শতাংশ জমির মালিক হয়ে যায় পৈত্রিক সূত্রে তার ছেলে মৃত্যু আবি আবদুল্লাহ্ মানিক।

এদিকে মৃত  আবি আবদুল্লাহর ছেলে-মেয়ে ওয়ারিস গং সাইফুল হাসান,মেয়ে সুলতানা ইয়াসমিন,শারমিন জাহান ও শাহনাজ বেগম ভাই-বোনরা মিলে স্থানীয় বাসিন্দা মৃত্যু ফজলুল হক মুন্সির ছেলে জহিরুল হক লিপনকে তাদের ভাগের জমি দেখে শুনে রাখার জন্য গত ১৭-৫-২০১৭ ইং তারিখে আদালতের মাধ্যমে পাওয়ার দিয়েছেন।

অপরদিকে আবি আবদুল্লাহর আরেক সন্তান মাহাবুব আলম হিরন কবির তাদের ৩ একর ১০ শতাংশ জমি থেকে ৫ থেকে ৬ শতাংশ জমি জনৈক তৃতীয় ব্যাক্তির নিকট বিক্রি করে দেন।

যা পরবর্তী সময়ে আলি হোসেন সেই জমি ক্রয় করে আস্তে আস্তে উক্ত এলাকার আশেপাশের জমি গ্রাস করার উদ্দেশ্যে বেপরোয়া হয়ে ওঠে বলে লিপনের পরিবার থেকে অভিযোগ করা হয়।

এরই ধারাবাহিকতায় ধিরে ধিরে আলি হোসেন ইতি মধ্যে ছাত্রলীগ নেতা জহিরুল হক লিপনের মৃত পিতা ফজলুল হক মুন্সির গনপাড়ার মৌজার ৫৭৮/৫৭৯ খতিয়ানের, ১৭৭৬,১৭৭৭ ও ১৭৭৮ দাগের পৈত্রিক ১ একর ২১ শতাংশ জমি থেকে আলি হোসেন এর মধ্যে সেখান থেকে ভিতরে প্রবেশ করে ১ শতাংশ জমি দখল করে নিয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন যাবত ওই জমি নিয়ে আদালতে বিচারাধীন মামলা থাকা সত্বেও আলি হোসেন ভূমি ব্যাবসায়ী আদালতকে পাত্তা না দিয়ে  টাকার জোড়ে নিজস্ব বাহিনী গড়ে কাশীপুর এলাকায় দিনের পর দিন মানুষের জমি দখল করে উক্ত জমির মালিকদের নিঃস্ব করে নিজে টাকার পাহাড় গড়েছেন।

আলি হোসেন কাশীপুর এলাকায় একজন ভূমিদস্যু হিসাবে ব্যাপক নিজেকে পরিচিত করেছে বলে একাধিক স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।

এদিকে গত ৩ই জুলাই বেলা আনুমানিক সাড়ে ৩ টার দিকে আলি হোসেন তার বাহিনী নিয়ে দেশীয় ধারালো অস্ত্রাদীতে সজ্জিত হয়ে ফজলুল হক মুন্সির ছেলেদের ভোগ করা জমিতে প্রবেশ করে বেশ কিছু গাছ কেটে নেয়া সহ মোঃ এমদাদুল হক মুন্সি সহ বাড়ির মেয়েদের শ্লীলতাহানী করে এবং এসময় তারা বলে যায় এব্যাপারে বাড়াবড়ি করলে বোমা মেরে বাড়ি-ঘড় উড়িয়ে দেয়া হবে হুমকি দিয়ে যায়।

এব্যাপারে ছাত্রলীগ নেতা মোঃ জহিরুল হক মুন্সির বড় ভাই মোঃ এমদাদুল হক লিটন মুন্সি বাদী হয়ে আলি হোসেন মাঝি সহ ৬ জন সহ আরো অজ্ঞাতনামাদের আসামী করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে।

এখবর ইতি মধ্যে রহস্যজনকভাবে থানায় মামলা দায়েরের খবর অলি হেসেনের কাছে চলে আসায় তারা গোপনে আদালতে বাদীর অনপুস্থিতে ২ দিনের মধ্যে আদালত থেকে জামিন নিয়ে বেড় হয়ে এসে এলাকায় বীরদর্পে ঘুড়ে বেড়াচ্ছে।

এলাকাবাশীরা জানায় এই মূহুর্তে প্রশাসনের পক্ষ থেকে ভূমিদস্যু আলি হোসেনের লাগাম টেনে ধরা নাহলে সামনের দিকে এই এলাকায় জমিকে কেন্দ্র করে যেকোন সময়ে খুনাখুনি সহ রক্তের হলিখেলার মত ঘটনা বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

তাই এলাকাবাশীর সাধারন মানুষ আলি হোসেন কর্তৃক মানুষিক নির্যাতন,অত্যাচার আর সাধারন মানুষের জমিটুকু রক্ষা করে বেচে থাকার শেষ অবলম্ভন নিয়ে বেচে থাকার জন্য নগর পিতা,স্থানীয় প্রশাসনের কাছে শান্তিতে বসবাস করার প্রত্যাশা কামনা করছেন।

এবিষয় আলি হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০১১ সাল থেকে ১৫ সালের মধ্যে আয়সা খাতুনের ছেলে রতন কবির,হারুর অর রসিদ,হিরন কবির মাহাবুবদের কাছ থেকে ১৭৭৪ও ১৭৭৫ দাগের বিভিন্ন সময়ে ২৬ শতাংশ জমি ক্রয় করি।

আমি যে জমিতে বালু ভরাট সহ দেয়াল নির্মাণ করেছি তা এসময় ছিল পুকুর উক্ত জমি আমার প্রয়োজনে তারা সরকারী ভাবে মাফ দিলে কার কোথায় জমি তা বেড় হয়ে আসবে বলে তিনি মনে করেন।

এদিকে আলি হোসেন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে আদালত মামলার গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে যা মামলার কাগজ সূত্রে জানা গেছে।

দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ   দেশের ক্লান্তিকালে মানুষের পাশে তাপসের ‘‘বরিশাল ফরএভার লিভিং সোসাইটি’’