বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মনিরুল ইসলাম: মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি আজ ২৩ জুলাই সকাল ১০ল টায়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে।
প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন ২ খামার কাশিপুর বরিশাল এর সম্মেলন কক্ষে। জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল, কৃষিবিদ মোঃ আবু সাইদ, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ বরিশাল, মোঃ আজিজুল হকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মৎস্য চাষি, খামারিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করেন।