বরিশালে জাপার প্রস্তুতি সভা অনুষ্টিত
নিজস্ব প্রতিবেদক,বরিশাল: জাপিার প্রয়াত চেয়ারম্যান সাবেক রাস্ট্রপতি হুসেন মোহাম্মাদ এরশাদের কুলখানি উপলক্ষে বরিশালে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।
এসময় জাপার বরিশাল জেলা আহববায়ক প্রফেসর মহসিন উল ইসলাম হাবুল , যুগ্ন আহববায়ক ও কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন তাপস, এ্যড:মো:জলিল, মহানগর সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম গফুর , মহানগর সহ সভাপতি রুস্তম আলী মহনগর অর্থ সম্পাদক তালুকদার মোর্শেদ ফোরকান , শ্রমিক দল সভাপতি আ:মান্নান , কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ও মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে বরিশালে সুন্দর সুশৃংখলভাবে কুলখাণি করার ব্যাপারে সর্বচ্চ প্রচেষ্টার কথা ব্যক্ত করেন।