বরিশালে জাপায় সংঘর্ষঃ ব্যানারে রওশনের ছবি ব্যবহারই মূল কারণ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে জাপায় সংঘর্ষঃ ব্যানারে রওশনের ছবি ব্যবহারই মূল কারণ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে জাপায় সংঘর্ষঃ ব্যানারে রওশনের ছবি ব্যবহারই মূল কারণ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় কমিটির দুই নেতার ছবি না থাকার কারণ বলা হলেও বেরিয়ে আসছে নেপথ্যের আসল রহস্য। জাপা চেয়ারম্যান জিএম কাদের ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর মধ্যকার চলমান বিরোধ বরিশালে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে জেলা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় সাংগঠনিক সভার ব্যানারে রওশন এরশাদ এর ছবি ব্যাবহার নিয়ে দিনভর জিএম কাদের পন্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। জেলা কমিটির সভা হলেও এতে আমন্ত্রণ জানানো হয়নি সাধারণ সম্পাদক এমএ জলিল কে। অপর দিকে মহানগর জাপার আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল সভাস্থলে যোগদান করে ব্যানারে বেগম রওশন এরশাদ এর ছবি দেখতে পেয়ে ক্ষিপ্ত হন।ওই ব্যানার খুলে ফেলতে বারবার অনুরোধ করলেও একেএম গোলাম মোর্তজা আবেদিন এতে কর্ণপাত করেনি। সভায় শুরু হয় হট্টগোল তারপর দুই পক্ষের সংঘর্ষ।

দলের সূত্র জানায়, জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে সারাদেশের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ঠিক এমন সময় ঘটা করে বরিশালে জেলা জাপার সাংগঠনিক সভার নামে মুলত রওশন এরশাদ কে দেখাতে চাচ্ছেন সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।

জিএম কাদেরপন্থী নেতাকর্মীদের তুমল হট্টগোলের মধ্যে পন্ড হয়ে যায় সাংগঠনিক সভা। তোপের মুখে পরেন সাবেক মহাসচিব। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও একেএম গোলাম মোর্তজার মধ্যেকার দন্দের কথা সামনে এনে রওশন এরশাদ এর ছবির বিষয় টি কৌশলেএড়িয়ে যান। অপর দিকে তাঁর অনুসারীরা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও ইকবাল হোসেন তাপস এর ছবি না থাকার প্রচারনা চালান।

জাপা সূত্র জানায়, সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বের প্রতি বরিশাল মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপস সহ স্থানীয় নেতৃবৃন্দ একাট্টা থেকে ে পর্যন্ত একাধিক মিছিল মিটিং করে।

হঠাৎ করে জেলা কমিটি সাংগঠনিক সভার নাম দিয়ে  ব্যানারে রওশন এরশাদ এর ছবি যুক্ত করাকে তীব্র সন্দেহের সৃষ্টি করে। আর এ থেকেই জিএম কাদেরপন্থীরা সভা ঠেকানোর চেষ্টা চেষ্টা করে। ঘটনা আঁচ করতে পেরে জেলা কমিটির নেতৃবৃন্দ সভাস্থলও পরিবর্তন করে সার্কিট হাউস এর পরিবর্তে কীর্তনখোলা মিলনায়তনে সভা করা সিদ্ধান্ত নেয়।

এদিকে অপর একটি সূত্র জানায়, বরিশালের ঘটনা জানাজানি হলে সতর্ক অবস্থায় রয়েছেন পটুয়াখালী ও বরগুনা জেলা জাপার নেতারা। চলতি সপ্তাহে দুটি সাংগঠনিক সভা ডাকা হলে এ পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে জাপায় সংঘর্ষঃ ব্যানারে রওশনের ছবি ব্যবহারই মূল কারণ

শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২ ৮:০০ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় কমিটির দুই নেতার ছবি না থাকার কারণ বলা হলেও বেরিয়ে আসছে নেপথ্যের আসল রহস্য। জাপা চেয়ারম্যান জিএম কাদের ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর মধ্যকার চলমান বিরোধ বরিশালে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে জেলা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় সাংগঠনিক সভার ব্যানারে রওশন এরশাদ এর ছবি ব্যাবহার নিয়ে দিনভর জিএম কাদের পন্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। জেলা কমিটির সভা হলেও এতে আমন্ত্রণ জানানো হয়নি সাধারণ সম্পাদক এমএ জলিল কে। অপর দিকে মহানগর জাপার আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল সভাস্থলে যোগদান করে ব্যানারে বেগম রওশন এরশাদ এর ছবি দেখতে পেয়ে ক্ষিপ্ত হন।ওই ব্যানার খুলে ফেলতে বারবার অনুরোধ করলেও একেএম গোলাম মোর্তজা আবেদিন এতে কর্ণপাত করেনি। সভায় শুরু হয় হট্টগোল তারপর দুই পক্ষের সংঘর্ষ।

দলের সূত্র জানায়, জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে সারাদেশের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ঠিক এমন সময় ঘটা করে বরিশালে জেলা জাপার সাংগঠনিক সভার নামে মুলত রওশন এরশাদ কে দেখাতে চাচ্ছেন সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।

জিএম কাদেরপন্থী নেতাকর্মীদের তুমল হট্টগোলের মধ্যে পন্ড হয়ে যায় সাংগঠনিক সভা। তোপের মুখে পরেন সাবেক মহাসচিব। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও একেএম গোলাম মোর্তজার মধ্যেকার দন্দের কথা সামনে এনে রওশন এরশাদ এর ছবির বিষয় টি কৌশলেএড়িয়ে যান। অপর দিকে তাঁর অনুসারীরা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও ইকবাল হোসেন তাপস এর ছবি না থাকার প্রচারনা চালান।

জাপা সূত্র জানায়, সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বের প্রতি বরিশাল মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপস সহ স্থানীয় নেতৃবৃন্দ একাট্টা থেকে ে পর্যন্ত একাধিক মিছিল মিটিং করে।

হঠাৎ করে জেলা কমিটি সাংগঠনিক সভার নাম দিয়ে  ব্যানারে রওশন এরশাদ এর ছবি যুক্ত করাকে তীব্র সন্দেহের সৃষ্টি করে। আর এ থেকেই জিএম কাদেরপন্থীরা সভা ঠেকানোর চেষ্টা চেষ্টা করে। ঘটনা আঁচ করতে পেরে জেলা কমিটির নেতৃবৃন্দ সভাস্থলও পরিবর্তন করে সার্কিট হাউস এর পরিবর্তে কীর্তনখোলা মিলনায়তনে সভা করা সিদ্ধান্ত নেয়।

এদিকে অপর একটি সূত্র জানায়, বরিশালের ঘটনা জানাজানি হলে সতর্ক অবস্থায় রয়েছেন পটুয়াখালী ও বরগুনা জেলা জাপার নেতারা। চলতি সপ্তাহে দুটি সাংগঠনিক সভা ডাকা হলে এ পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ   দেশের ক্লান্তিকালে মানুষের পাশে তাপসের ‘‘বরিশাল ফরএভার লিভিং সোসাইটি’’