বরিশালে টিএন্টটি শ্রমীকলীগ নেতার বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: বরিশাল টি.এন্ড.টি (বি,টি,সি,এল) প্রভাবশালী শ্রমীক লীগ নেতা (টি.সি.এম) পদে কর্মরত আশ্রাব আলীর মৃধার বিরুদ্বে ২ লক্ষ টাকা চাঁদা দাবী, ঘড়ের মালামাল আনতে বাধা ও খুন জখমের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে আইনজীবী মোঃ হেমায়েত কবির (হিমুর ),মাধ্যমে “লিগ্যাল নোটিশ” প্রেরন করেছে বরিশাল বি,টি,সি,এল কার্যালয়ের (টি,সি,এম) শাখার সাবেক ক্যাশিয়ার (মরহুমা) মিসেস মরিয়ম বেগমের স্বামী নগরীর কাটপট্রি এলাকার বাসিন্দা মোঃ জাহিদ হোসেন।
উকিল নোটিস সূত্রে জানা গেছে মরিয়ম বেগম বি,টি,সি,এল বরিশাল শাখাকার্যালয়ে টি,সি,এম ক্যাশিয়ার গ্রাহক সেবা পদে কর্মরত থাকা অবস্থায় গত ২০১৮ সালের ২৫ই ডিসেম্বর মৃত্যু বরন করেন।
তাহার নামে নগরীর ফজলুল হক এভিনিয় এলাকায় টি,এন্ড,টি কলোণীতে বরাদ্বকৃত বাসা নং-১ উক্ত বাসাটি বুঝাইয়া দেওয়ার জন্য বারবার আশ্রাব আলীকে নোটিস দেওয়া হয়।
আশ্রাব আলী মৃধাকে একাধিকবার নোটিসের মাধ্যমে অবহিত করার পরও তিনি কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা থেকে রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করেন।এবং বিভিন্ন সময়ে বাধার সৃষ্টি করে যাচ্ছে।
এব্যাপারে সর্বশেষ ২০১৯ সালের ১৩ই মার্চ বি,টি,সি,এল (গ্রাহক সেবা) বরিশাল শাখার উপ- মহা ব্যবস্থাপক উক্ত বরাদ্বকৃত বাসাটি বুঝাইয়া দেয়ার জন্য নিহত মরিয়ম বেগমের স্বামীকে নোটিস করেন।
উক্ত নোটিস অনুযায়ী মরিয়ম বেগমের স্বামী জাহিদ হোসেন ২৭ই জুলাই দুপুর আনুমানিক আড়াইটার দিকে উক্ত বরাদ্বকৃর্ত টি,এনড,টি কলোণীর বাসা বুঝাইয়া দেয়া সহ বাসায় থাকা নিজেদের মালামাল ও আসবাব পত্র আনতে পিকাপ গাড়ি নিয়ে সেখানে যায় এসময় আশ্রাব আলী মৃধা ৪/ ৫ জন লোক নিয়ে হাজির হয়ে বাসার মালামাল আনার কাজে বাধা প্রদান করে এবং এসময় আশ্রাব আরো জাহিদ হোসেন ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন।
জাহিদ হোসেন উক্ত টাকা দিতে অস্বিকৃতি জানালে আশ্রাব আলী ক্ষিপ্ত হয়ে জাহিদ হোসেনকে টানা-হেচরা সহ খুন জখমের ভয়ভীতি দেখায়।
এই ঘটনায় জাহিদ হোসেন ২৯ই জুলাই আইনজীবীর মাধ্যমে আশ্রাব আলীকে একটি “লিগ্যাল নোটিস” প্রেরন করেন। অন্যাথায় দেশের প্রচালিত আইনের আশ্রয় নেয়া হবে বলে আইনজীবী হেমায়েত কবীর লিগ্যাল নোটিসে উল্লেখ করেন।