বরিশালে টিএন্টটি শ্রমীকলীগ নেতার বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে টিএন্টটি শ্রমীকলীগ নেতার বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০১, ২০১৯ ২:৩১ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে টিএন্টটি শ্রমীকলীগ নেতার বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল টি.এন্ড.টি (বি,টি,সি,এল) প্রভাবশালী শ্রমীক লীগ নেতা (টি.সি.এম) পদে কর্মরত আশ্রাব আলীর মৃধার বিরুদ্বে ২ লক্ষ টাকা চাঁদা দাবী, ঘড়ের মালামাল আনতে বাধা ও খুন জখমের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে আইনজীবী মোঃ হেমায়েত কবির (হিমুর ),মাধ্যমে “লিগ্যাল নোটিশ” প্রেরন করেছে বরিশাল বি,টি,সি,এল কার্যালয়ের (টি,সি,এম) শাখার সাবেক ক্যাশিয়ার (মরহুমা) মিসেস মরিয়ম বেগমের স্বামী নগরীর কাটপট্রি এলাকার বাসিন্দা মোঃ জাহিদ হোসেন।

উকিল নোটিস সূত্রে জানা গেছে মরিয়ম বেগম বি,টি,সি,এল বরিশাল শাখাকার্যালয়ে টি,সি,এম ক্যাশিয়ার গ্রাহক সেবা পদে কর্মরত থাকা অবস্থায় গত ২০১৮ সালের ২৫ই ডিসেম্বর মৃত্যু বরন করেন।

তাহার নামে নগরীর ফজলুল হক এভিনিয় এলাকায় টি,এন্ড,টি কলোণীতে বরাদ্বকৃত বাসা নং-১ উক্ত বাসাটি বুঝাইয়া দেওয়ার জন্য বারবার আশ্রাব আলীকে নোটিস দেওয়া হয়।

আশ্রাব আলী মৃধাকে একাধিকবার নোটিসের মাধ্যমে অবহিত করার পরও তিনি কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা থেকে রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করেন।এবং বিভিন্ন সময়ে বাধার সৃষ্টি করে যাচ্ছে।

এব্যাপারে সর্বশেষ ২০১৯ সালের ১৩ই মার্চ বি,টি,সি,এল (গ্রাহক সেবা) বরিশাল শাখার উপ- মহা ব্যবস্থাপক উক্ত বরাদ্বকৃত বাসাটি বুঝাইয়া দেয়ার জন্য নিহত মরিয়ম বেগমের স্বামীকে নোটিস করেন।

উক্ত নোটিস অনুযায়ী মরিয়ম বেগমের স্বামী জাহিদ হোসেন ২৭ই জুলাই দুপুর আনুমানিক আড়াইটার দিকে উক্ত বরাদ্বকৃর্ত টি,এনড,টি কলোণীর বাসা বুঝাইয়া দেয়া সহ বাসায় থাকা নিজেদের মালামাল ও আসবাব পত্র আনতে পিকাপ গাড়ি নিয়ে সেখানে যায় এসময় আশ্রাব আলী মৃধা ৪/ ৫ জন লোক নিয়ে হাজির হয়ে বাসার মালামাল আনার কাজে বাধা প্রদান করে এবং এসময় আশ্রাব আরো জাহিদ হোসেন ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন।

জাহিদ হোসেন উক্ত টাকা দিতে অস্বিকৃতি জানালে আশ্রাব আলী ক্ষিপ্ত হয়ে জাহিদ হোসেনকে টানা-হেচরা সহ খুন জখমের ভয়ভীতি দেখায়।

এই ঘটনায় জাহিদ হোসেন ২৯ই জুলাই আইনজীবীর মাধ্যমে আশ্রাব আলীকে একটি “লিগ্যাল নোটিস” প্রেরন করেন। অন্যাথায় দেশের প্রচালিত আইনের আশ্রয় নেয়া হবে বলে আইনজীবী হেমায়েত কবীর লিগ্যাল নোটিসে উল্লেখ করেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে টিএন্টটি শ্রমীকলীগ নেতার বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ

বৃহস্পতিবার, আগস্ট ১, ২০১৯ ২:৩১ অপরাহ্ণ | আপডেটঃ আগস্ট ০১, ২০১৯ ২:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল টি.এন্ড.টি (বি,টি,সি,এল) প্রভাবশালী শ্রমীক লীগ নেতা (টি.সি.এম) পদে কর্মরত আশ্রাব আলীর মৃধার বিরুদ্বে ২ লক্ষ টাকা চাঁদা দাবী, ঘড়ের মালামাল আনতে বাধা ও খুন জখমের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে আইনজীবী মোঃ হেমায়েত কবির (হিমুর ),মাধ্যমে “লিগ্যাল নোটিশ” প্রেরন করেছে বরিশাল বি,টি,সি,এল কার্যালয়ের (টি,সি,এম) শাখার সাবেক ক্যাশিয়ার (মরহুমা) মিসেস মরিয়ম বেগমের স্বামী নগরীর কাটপট্রি এলাকার বাসিন্দা মোঃ জাহিদ হোসেন।

উকিল নোটিস সূত্রে জানা গেছে মরিয়ম বেগম বি,টি,সি,এল বরিশাল শাখাকার্যালয়ে টি,সি,এম ক্যাশিয়ার গ্রাহক সেবা পদে কর্মরত থাকা অবস্থায় গত ২০১৮ সালের ২৫ই ডিসেম্বর মৃত্যু বরন করেন।

তাহার নামে নগরীর ফজলুল হক এভিনিয় এলাকায় টি,এন্ড,টি কলোণীতে বরাদ্বকৃত বাসা নং-১ উক্ত বাসাটি বুঝাইয়া দেওয়ার জন্য বারবার আশ্রাব আলীকে নোটিস দেওয়া হয়।

আশ্রাব আলী মৃধাকে একাধিকবার নোটিসের মাধ্যমে অবহিত করার পরও তিনি কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা থেকে রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করেন।এবং বিভিন্ন সময়ে বাধার সৃষ্টি করে যাচ্ছে।

এব্যাপারে সর্বশেষ ২০১৯ সালের ১৩ই মার্চ বি,টি,সি,এল (গ্রাহক সেবা) বরিশাল শাখার উপ- মহা ব্যবস্থাপক উক্ত বরাদ্বকৃত বাসাটি বুঝাইয়া দেয়ার জন্য নিহত মরিয়ম বেগমের স্বামীকে নোটিস করেন।

উক্ত নোটিস অনুযায়ী মরিয়ম বেগমের স্বামী জাহিদ হোসেন ২৭ই জুলাই দুপুর আনুমানিক আড়াইটার দিকে উক্ত বরাদ্বকৃর্ত টি,এনড,টি কলোণীর বাসা বুঝাইয়া দেয়া সহ বাসায় থাকা নিজেদের মালামাল ও আসবাব পত্র আনতে পিকাপ গাড়ি নিয়ে সেখানে যায় এসময় আশ্রাব আলী মৃধা ৪/ ৫ জন লোক নিয়ে হাজির হয়ে বাসার মালামাল আনার কাজে বাধা প্রদান করে এবং এসময় আশ্রাব আরো জাহিদ হোসেন ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন।

জাহিদ হোসেন উক্ত টাকা দিতে অস্বিকৃতি জানালে আশ্রাব আলী ক্ষিপ্ত হয়ে জাহিদ হোসেনকে টানা-হেচরা সহ খুন জখমের ভয়ভীতি দেখায়।

এই ঘটনায় জাহিদ হোসেন ২৯ই জুলাই আইনজীবীর মাধ্যমে আশ্রাব আলীকে একটি “লিগ্যাল নোটিস” প্রেরন করেন। অন্যাথায় দেশের প্রচালিত আইনের আশ্রয় নেয়া হবে বলে আইনজীবী হেমায়েত কবীর লিগ্যাল নোটিসে উল্লেখ করেন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  “সাংবাদিকদের সক্রিয় রাজনীতিতে না আসাই ভাল”–মজিবর রহমান সরোয়ার   পদোন্নতি পেয়ে সচিব হলেন বরিশালের কৃতিসন্তান এ এইচ এম সফিকুজ্জামান   বানভাসীদের সহযোগিতায় এক দিনের বেতন দেয়ার ঘোষণা দিল ইয়কোহামা লেভেলস এন্ড প্রিন্টিং (বিডি) লিমিটেড   বরিশালে শ্রমীক লীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এরো চট্টগ্রামের ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলো ধানসিঁড়ি আদর্শ কেজি স্কুল   বন্যাদূর্গতদের সহায়তায় এগিয়ে এলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত   খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী   বোট নিয়ে চট্টগ্রামের নিউমুরিং থেকে উদ্ধার টিম নোয়াখালীতে পৌছাল   বরিশালে দুর্গোৎসবের টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান   বিভিন্ন জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন   বৈষম্যবিরোধী ছাত্রআন্দলনে নিহত শান্ত ও রাকিবের কবর জিয়ারত করলেন বরিশাল জাপার নেতৃবৃন্দ   রাস্ট্র সংস্কারে প্রশাসনকে সহায়তা করতে হবেঃ ইকবাল হোসেন তাপস   রাস্তায় লাঠি হাতে ছাত্রলীগকে মানুষ পছন্দ করেনি, অন্য কাউকেও দেখতে চায় নাঃ তাপস   বাবা মুুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন ডিবি হারুন   সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ: স্বরাষ্ট্র উপদেষ্টা   জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে সুখবর   অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালো আওয়ামী লীগ   দেশের ক্লান্তিকালে মানুষের পাশে তাপসের ‘‘বরিশাল ফরএভার লিভিং সোসাইটি’’