বরিশালে ট্রাকের ধাক্কায় সার্জেন্ট কিবরিয়া গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব পালনকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সার্জেন্ট গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয় এলকায় দায়িত্ব পালন করছিলেন। তিনি একটি ট্রাককে থামার নির্দেশ দিলে চালক ট্রাকটি না থামিয়ে চালিয়ে গেলে তিনি মটর সাইকেল নিয়ে ট্রাকটিকে ধাওয়া করে ট্রাকের সম্মুখে গিয়ে পুনরায় থামার নির্দেশ দেন।
চালক ট্রাক না থামিয়ে সার্জেন্টের উপর দিয়ে চালিয়ে দেয়। এতে সার্জন্ট ছিটকে পড়ে গেলে তাঁর পায়ের উপর দিয়ে ট্রাক চালিয়ে গেলে সার্জেন্টের দুই পা থেঁতলে যায়।
স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত আহত ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়াকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ট্রাক চালক পলাতক রয়েছে।