বরিশালে ডেঙ্গু প্রতিরোধে নামল পুলিশ, বুধবার জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
সোহেল আহমেদ: বরিশাল রেঞ্জের বিভিন্ন পুলিশ ইউনিটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এতে নেতৃত্ব দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। আজ ৫ আগষ্ট সকালে এ অভিযান চালানো হয়।
ইতোমধ্যে তাঁর পরামর্শক্রমে রেঞ্জের সকল জেলা ও থানায় এ অভিযান চলমান রয়েছে বলে জানা গছে। গত কয়েকদিন যাবত সারা দেশের মত বরিশালেও পুলিশ প্রশাসন , জেলা প্রশাসন সহ সরকারি বেসরকারি ছোট বড় সব ধরনের প্রতিষ্ঠানে ডঙ্গেু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যহত রয়েছে।
বরিশালের মানুষকে ব্যানার লিপ্লেট মাইকিং সহ নানা উপায়ে সচেতন করার জোর প্রচেষ্টা চলছে।
এদিকে একই লক্ষ্যে আগামী বুধবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে বিএনসিসি, গার্লস গাইড, রোভার স্কাউটস, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, জনপ্রতিনিধিসহ সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহণে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৩০টি ওয়ার্ড, বরিশাল জেলার প্রত্যেকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সমগ্র জেলাব্যাপী একযোগে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নির্ধন কার্যক্রম পরিচালনা করা হবে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা প্রশাসন।
উক্ত কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।