বরিশালে তরুন-তরুনীদের মাঝে সচেতনতা সৃষ্টি করছে আলোকিত যুব সমাজ
শামীম আহমেদ: বরিশাল নগরীর ৫টি ওয়ার্ডের যুব ছেলে ও মেয়েদের মাঝে স্বাস্থ্য সচেতনতা, বাল্যাবিবাহ
প্রতিরোধ,পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয় নিয়ে গত দেড় বছর যাবত কাজ করে যুব ছেলে-মেয়েদেরকে সচেতনতা সৃষ্টি করার মাধ্যমে আলোর মুখ দেখিয়েছে আলোকিত যুব সমাজ প্রকল্প।
আজ রবিবার নগরীর পুলিশ লাইন রোডস্থ সেলিব্রেশন পয়েন্ট মিলনায়তন সভা কক্ষে সোস্যাল ডেভেলপমেন্ট (বিএসডিজি)’র আয়োজনে ও একশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় আলোকিত যুব সমাজ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বন্ধন সোস্যাল ডেভেলপমেন্ট এজেন্ট (বিএসডিপি) নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা সমাজসেবা সহকারী পরিচালক মোঃ সহিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তর সিনিয়র ইন্সট্রাক্টরমোঃ আঃ হাই মল্লিক,আলোকিত যুব সমাজ প্রকল্পের যুব সদস্য সুমাইয়া আক্তার, বাংলাদেশ একশন
এইড বাংলাদেশ এসোসিয়েট প্রোগ্রাম অফিসার এজেডএম মৌসুম ইসলাম ও ইয়ূথ নেট ফর ক্লাইমেট জাষ্টিজ এর প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম।
এ সময় প্রকল্পের বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণকারী যুব তরুন-তরুনী ছেলে- মেয়েরা তাদের জন্য কর্মস্থলের ব্যবস্থা ও যুব তরুনন-তরুনীদের উদ্যোক্তার দক্ষতা সৃষ্টি করতে হলে আর্থিক বরাদ্ব বৃদ্বি করার প্রত্যশা কামনা করেন।
এসময় জেলা সমাজসেবা ও যুব উন্নয়ন অধিপ্তরের কর্মকর্তারা বলেন তরুনদের উন্নয়ন ছাড়া (এসডিজি) সফলতা অর্জন করা যেমন সম্ভব না।
এজন্য তরুনদের শুধু সরকারী চাকুরীর পিছনে নাছুটে নিজেদের মধে উর্দ্যোগক্তা তৈরী করতে হবে। একারনে দক্ষ প্রশিক্ষনের মাধ্যমে তরুন-তরনীদের এগিয়ে যেতে এর জন্য সমাজসেবা ও যুব উন্নয়ন অধিদপ্তর সব সময়ে পাশে থাকার আশ্বাষ দেন।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্ট নির্বাহী প্রধান সোহানুর রহমান। সমাপনী অনুষ্ঠানে প্রায় অর্ধাশতাধিক সদস্য অংশ গ্রহণ করেন।
দৈনিক বরিশাল ২৪.কম/শামীম আহমেদ