বরিশালে থিংকিং চেইঞ্জ বাংলাদেশ এর উদ্যোগে পুরস্কার বিতরণ
ফারজানা ইয়াসমীন: থিংকিং চেইঞ্জ বাংলাদেশ এর আয়োজনে ইনফরমেটিভ অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ আগস্ট) সকাল ১১ টায় এ কে স্কুল অডিটোরিয়ামে থিংকিং চেইঞ্জ বাংলাদেশ (TCBD) এর আয়োজনে মাসব্যাপী প্রথম বার ইনফরমেটিভ অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বরিশাল প্রতিনিধি দিপু হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন এ কে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মাসুদ বাবুল , প্রবেশন অফিসার জেলা , সাজ্জাদ পারভেজ, দৈনিক ভোরের আলো’র সম্পাদক সাইফুর রহমান মিরন, বরিশাল বিশ্ববিদ্যালয় এর সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ সহ বিভিন্ন অতিথি বৃন্দরা।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল, ইনফরমেটিভ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন।