বরিশালে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক: বরিশালে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার ৩০ জুন সকাল ১১ টায় সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ) এর আয়োজনে পল্লী কর্ম-সহায়তা ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিডিএর নির্বাহী পরিচালক মিসেস সালমা খান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, আইসিডিএ এর প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ সহ মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দরা ।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সকলের মাঝে শিক্ষাবৃত্তি নিয়ে বক্তব্য প্রদান করেন। পরে প্রধান দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন।
দ্বিতীয় পর্যায়ে মুলাদী এবং বরিশাল সদর উপজেলার ১৩ জন্য শিক্ষার্থীদের মাঝে ১২ হাজার টাকা করে মোট ১৫৬০০০/- টাকা বিতরণ করেন।