বরিশালে দরিদ্র শিশুদের পোষাক বিতরণ করলেন ডিসি অজিয়ার রহমান

ফারজানা ইয়াসমীন: বরিশালে দরিদ্র শিশুদের পোষাক বিতরণ করলেন জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়ার রহমান।
১২ জুলাই শুক্রবার বিকেলে হাসি পরিবার এর আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ ও হাসি উৎসব অনুষ্ঠানে তিনি শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এম এম অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসি পরিবারের সভাপতি মোঃ ফাহিম।
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুনা সহ পলাশ, শুভ, অনন্যা, রাহিমা, রথী, হিমেল, ঐশী এবং সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ।
প্রধান অতিথি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং ১৫ জন সুবিধা বঞ্চিত শিশুদের হাতে নতুন পোষাক তুলে দেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।