বরিশালে নারীর ক্ষমতায়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক: বরিশালে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আজ ১২ জুলাই শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন।
বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সহসভাপতি নুরজাহান বেগম, সাধারণ সম্পাদক পুস্প রানী সহ বাংলাদেশ মহিলা পরিষদ এর বিভিন্ন কর্মকর্তারা ও সদস্যবৃন্দ।
অতিথিরা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।