বরিশালে নিখোঁজের পাঁচদিনেও সন্ধান মেলেনি তাপসীর
শামীম আহমেদ: সরকারী বরিশাল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী তাপসী সাধকের (১৯) রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার পাঁচদিন পরেও সন্ধান মেলেনি।
নিখোঁজ কলেজ ছাত্রী তাপসী জেলার গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের গৌরাঙ্গ সাধকের কন্যা। নিখোঁজের ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
শুক্রবার সকালে নিখোঁজ কলেজ ছাত্রীর পিতা গৌরাঙ্গ সাধক জানান, সম্প্রতি সিলেট শহরের বাসিন্দা দুবাই প্রবাসী সুশান্ত সরকারের সাথে তাপসীর বিয়ে হয়।
বিয়ের পর সে (তাপসী) শশুর বাড়িতে থাকলেও মাঝে মধ্যে বাবার বাড়িতে এসে বরিশাল কলেজে ক্লাস করতো। গত ১৫ দিন পূর্বে অনার্স প্রথমবর্ষের পরীক্ষা দিতে তাপসী সিলেট থেকে বাবার বাড়িতে আসে।
গত ৫ আগস্ট পরীক্ষা দেওয়ার জন্য তাপসী বাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ৬ আগস্ট থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, সাধারণ ডায়েরীর সূত্রধরে নিখোঁজ কলেজ ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে