বরিশালে পাওনা টাকা তুলতে গিয়ে ব্যবসায়ী নিখোঁজ
শামীম আহমেদ: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৬নং চরআবদানী থেকে কাশিপুর বাজারে পাওনা টাকা তুলতে গিয়ে জাহিদুল ইসলাম জাহিদ (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ জাহিদ চরআবদানীর নুরুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
জানা গেছে, বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে কাশিপুর বাজারে পাওনা টাকা আনার জন্য যায় জাহিদ। পরবর্তীতে জাহিদকে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। যথাসময়ে ফিরে না আসায় পুনরায় বার বার ফোন দেয় তার স্বজনরা।
এসময় জাহিদেরর ফোন বন্ধ পাওয়ায় স্বজনদের মনে সন্দেহ জাগে। সাম্ভাব্য সবস্থানে অনুসন্ধান চালিয়েও জাহিদের কোন খোঁজ খবর না মিললে পরবর্তীতে নিখোঁজের স্বজনরা রাত দেড়টার দিকে কাউনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন