বরিশালে ফলজ উৎসবের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীর রোজ-বে উত্তর আলেকান্দা (বগুড়া রোডস্থ) গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থীদের প্রথমবারের মত স্কুল কর্তৃপক্ষ দেশীয় ফলজ নিয়ে আয়োজন করেেেছ উৎসব।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় গ্লোবাল স্কুল ক্যাম্পাসে ফলজ উৎসবের উদ্বোধন করেন বরিশাল বেসরকারী গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আনিসুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল বোর্ড অব চেয়ারম্যান এ্যাড. সৈয়দা আরজুমান বানু নার্গিস,গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল পরিচালক মোঃ রেজাউল করীম,প্রিন্সিপ্যাল লুৎফর নাহার, বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজার তপন কুমার বল,রেজিস্ট্রার একেএম এনায়েত হোসেন,বরিশাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগন।
প্রধান অতিথি বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আনিসুজ্জামান এসময় গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন শিক্ষার্থীদের ক্লাস রুম, খেলা-ধুলার কক্ষ পরিদর্শন করে স্কুলের সার্বিক মান উন্নয়নে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরে উপাচার্য ড. আনিসুজ্জামান,চেয়ারম্যান সহ বিভিন্ন কর্মকর্তা,শিক্ষক ও শিক্ষিকারা প্লে-গ্রুপের শিক্ষার্থীদের নিয়ে ফলজ উৎসব করেন।
শিক্ষার্থীদের হতে স্কুল কর্তৃপক্ষ দেশীয় বিভিন্ন জাতের ফলজ শিক্ষার্থীদের মাঝে তুলে দেন।