বরিশালে ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: বরিশাল শহর থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ জাহিদুল ইসলাম নয়ন (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টার দিকে এয়ারপোর্ট থানাধীন পূর্ব পাংশা সাতমাইল ক্যাডেট কলেজ এলাকা সাইফুল ইসলামের ভাড়াটিয়া বাসা থেকে তাকেগ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন- রহমতপুর উনিয়নের দোয়রিকা গ্রামের মৃত আঃ লতিফ হাওলাদার ছেলে মোঃ জাহিদুল ইসলাম নয়ন (৩৫)।
রাতে গোয়েন্দা অফিস থেকে এক মেইলে পাঠানো তথ্য সূত্রে গোয়েন্দা পুলিশ জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তখন তার সাথে থাকা ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এই ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।