বরিশালে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন জেলা প্রশাসক অজিয়র রহমান
মো: জিহাদ রানা,দৈনিক বরিশাল ২৪.কম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুুজিবুর রহমান সম্পর্কে স্কুলের শিক্ষার্থীরা নানা তথ্য জানতে পারবে এমন চিন্তাধারা থেকে বঙ্গবন্ধু শেখ মুুুজিবুর রহমান কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
বরিশাল নগরীর রুপাতলীতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুুজিবুর রহমান কর্ণারের শুভ উদ্বোধন করা হয়।
আজ (৪ই আগস্ট) রোববার দুপুর ১টায় বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে এর শুভ উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী শেখ মুজিবুর রহমানের জীবনী জানা সকল শিক্ষার্থীর জন্য একান্ত প্রয়োজন।
এই কর্ণারে স্বাধীনতার ৭ই মার্চের ভাষণ থেকে শুরু করে তার কর্মময় জীবন চিত্র সহ নানা বিষয় উল্লেখ করা হয়েছে।
এর মধ্যদিয়ে স্কুলের শিক্ষার্থীরা এই মহান নেতা সম্পর্কে জানতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধ গান পরিবেশন করে।
এসময় বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি মো: হোসেন চৌধুরীসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনায়: শামীম আহমেদ