বরিশালে বঙ্গবন্ধু জাতীয় যুবদিবস উপলক্ষ্যে তারুণ্যের ঐক্যতান অনুষ্ঠিত

মো: শহিদুল ইসলাম: ‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই শ্লোগান নিয়ে বরিশালে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বঙ্গবন্ধু জাতীয় যুবদিবস ২০২০ উপলক্ষ্যে তারুণ্যের ঐক্যতান।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হলে এলায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভলপমেন্ট এর আয়োজনে ইউনিসেফ বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায় এএল আর ডি রান এর সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, ইউনিসেফ বাংলাদেশ এর প্রতিনিধি, উন্নয়ন সংস্থা রিচ চু আনরীচের এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলামসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
শুরুতে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা পরে যুবাদের সাইকেল র্যালীর শুভ সুচনা করেন জেলা প্রশাসক বরিশাল। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে ২৫টি যুব সংগঠন অংশগ্রহণ করেন।