বরিশালে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকের জরুরী সভা
ফারজানা ইয়াসমীন: বরিশালে দূর্যোগ ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরী সভা করেছেন বরিশালের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগ বুধবার রাতে জেলা প্রশাসক এর সভা কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। তিনি বলেন, বর্তমানে
বরিশালে নদীর পানি এখনও বিপদ সীমার নিচে রয়েছে । তবে যে কোন সময়ে বেড়ে যেতে
পারে ।
তাই সকলকে সতর্ক সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে রাখার জন্য অনুরোধ করা হয়।