বরিশালে বাল্যবিবাহ নিরোধে গনমাধ্যমের সহযোগীতার আহবান
ফারজানা ইয়াসমীন: বরিশাল বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও এর বিধিমালা ২০১৮ এবং জেন্ডার বৈষম্যদূরীকরন ( জেন্ডার স্টেরিয়টাপপট ) রিপোটিং বিষয় ও স্থানীয় সংবাদ কর্মীদের নিয়েএক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার নগরীর রায় রোডের কির্ত্তনখোলা গ্রুপ থিয়েটার মিলনায়তন সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা (আভাষ) বরিশাল জেলার গার্লস এ্যাডভোকেসি এ্যালায়েন্স এর সহযোগীতায় কর্মশালাটি বাস্তবায়ন করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন আভাষ প্রোগ্রাম অফিসার এস.এম সিরাজুল ইসলাম,প্রোজেক্ট অফিসার আলি আহসান,প্রোজেক্ট অফিসার নাসরিন বানু ও সিনিয়র গনমাধ্যম কর্মী গোপাল সরকার।
কর্মশালায় বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়নের জন্য সকল সংবাদ পত্র ও গনমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন কর্মশালা থেকে।
এসময় তারা জানান বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ইতি মধ্যে বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া,কাশীপুর ও চাদপুরা ইউনিয়নে তারা ৫ সদস্য বিশিষ্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
প্রর্যায়েক্রমে সদর উপজেলা সহ জেলার সকল ইউনিয়নের কমিটিগুলো সম্পূর্ণ করার জন্য তারা কাজ করে যাচ্ছেন বলে গনমাধ্যম কর্মীদের অবহিত করেন।
ফারজানা ইয়াসমীন/দৈনিক বরিশাল ২৪.কম