বরিশালে বাসা বাড়ি অপরিচ্ছন্ন রাখলে চলবে মোবাইল কোর্ট: অজিয়র রহমান
শামীম আহমেদ,দৈনিক বরিশাল ২৪.কম: বরিশালে বাসা বাড়ি অপরিচ্ছন্ন রাখলেই মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান ।
আজ শনিবার (৩ই আগস্ট) সকাল ১১ টায় নগরীর আমতলা মোড়স্থ সরকারী শিশু পরিবার (বালিকা উত্তর) ও সরকারী শিশু পরিবার (দক্ষিণ) ক্যাম্পাসে মশক নিধন ও ঔষদ ছিটিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বরিশাল সদর উপজেলা ও জেলার ১০ উপজেলা সহ নগরীর বিভিন্ন কলেজ- মাদ্রাসায় ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বাসা বাড়ির পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি অনুরোধ জানান। একই সাথে তিনি বলেন,এসময় জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান গণমাধ্যমকে বলেন, পরিস্কার- পরিচ্ছন্নতা রাখা সহ মশক নিধন ও ডেঙ্গু থেকে রক্ষা পেতে আমরা সরকারীভাবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছি।
তার পরেও কেহ যদি পরিস্কার- পরিচ্ছন্নতার দিকে দৃষ্টি না রাখে তাহলে তদন্ত করে প্রমানিত হয় সেসব পরিবারের বাসা-বাড়ির মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা উপ-পরিচালক আল- মামুন জেলা প্রশাসকের সমাজসেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ,বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন ও সমাজসেবক জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী।
এদিকে জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হেসেন বলেন বরিশাল জেলার ১০ উপজেলায় মাধ্যমিক ও মাদ্রাসা সহ তাদের অধিনস্থ প্রায় ৮ শত ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে একর্মসচী চালু করা হয়েছে যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে।