বরিশালে বিডার উদ্যোক্তা সৃষ্টি প্রশিক্ষণের উদ্বোধন
শাহাজাদা হিরা: বরিশালে বিডার উদ্যোক্তা সৃষ্টি প্রশিক্ষণ এবং বিনিয়োগ সেবা বিষয়ক রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়। রোববার ২৫ আগস্ট রবিবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর আয়োজনে উদ্যোক্তা সৃষ্টি প্রশিক্ষণ এবং বিনিয়োগ সেবা বিষয়ক বিভাগীয় সদরের রেজিস্ট্রেশন বুথের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, বিডার পরিচালক (উপ-সচিব) মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম ভূঁয়া, ড. মোঃ মনজুরুল হক, সহকারি পরিচালক মোঃ আবু ছায়েদ মাহমুদ, প্রশিক্ষক ইএসডিপি প্রকল্প মোঃ আবরারুল হক সহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর উদ্যোক্তা সৃষ্টি প্রশিক্ষণ এবং বিনিয়োগ সেবা বিষয়ক বিভাগীয় সদরের রেজিস্ট্রেশন বুথের শুভ উদ্বোধন করেন।
বরিশাল বিভাগে ৮ টি বুথের মাধ্যমে উদ্যোক্তারা রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত।