বরিশালে বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদ বিতরণ
সোহেল আহমেদ: বরিশাল বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। গাছ লাগান পরিবেশে বাচাস, গাছের কোন বিকল্প নেই এই স্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে সামাজিক বন বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপকূলীয় অঞ্চল এর আয়োজনে বিভাগীয় বৃক্ষমেলা-২০১৯ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ দিন ব্যাপি এই বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন কোস্টাল অঞ্চলের বন সংরক্ষক গোবিন্দ রায়, অতিরিক্ত পরিচালক বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ সাইনুর আজম খান, বিভাগীয় কর্মকর্তা মোঃ আবুল কালাম, উপ-পরিচালক হরিদাস শিকারি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারেফ হোসেন,জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরীন ।
এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেন। পাশাপাশি বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।